IQNA

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

23:48 - November 21, 2015
সংবাদ: 3455365
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি কারখানার কর্মী পবিত্র কুরআনের অবমাননা করেছে। আর এর প্রতিবাদে সেদেশের মুসলমানেরা ব্যাপক বিক্ষোভের সমাগম করেছে।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি কাঠের কারখানা এক শ্রমিক পবিত্র কুরআনের অবমাননা করেছে। আর এর প্রতিবাদে সেদেশের মুসলমানেরা ২২শে নভেম্বর উক্ত কারখানার আশেপাশের রাস্তায় ব্যাপক বিক্ষোভের সমাগম করেছে।
এ ব্যাপারে পাকিস্তানী পুলিশ আদনান মালেক বলেন: তাহের নামক একটি কাঠের কারখানার নিরাপত্তার কর্মীর নির্দেশে এই কারখানার এক শ্রমিক পবিত্র কুরআনের কয়েক খণ্ড পাণ্ডুলিপিতে আগুন লাগিয়েছে। আর এ অভিযোগে পুলিশ ঐ নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করেছে।
জানানো হয়েছে, এ অপরাধে আহমদীয় সম্প্রদায়ের অপর ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ।
3455284

captcha