IQNA

আফগানিস্তানে ৩০ জন শিয়া মুসলমানকে অপহরণ করেছে আইএসআইএল

10:55 - November 22, 2015
সংবাদ: 3455530
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারের সংযোগকারী প্রধান সড়ক থেকে ৩০ জন শিয়া মুসলমানকে অপহরণ করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এসকল শিয়া মুসলমানদের অপহরণ করে কোথায় নিয়ে গেছে সে ব্যাপারে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।
এদিকে কিছুদিন পূর্বে অপর ৭ শিয়া মুসলমানকে শিরশ্ছেদ করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। আর এর প্রতিবাদে গত সপ্তাহে সেদেশের জনগণ প্রেসিডেন্টের কার্যালয়ের সমানে বিক্ষোভ প্রদর্শন করেছে। 
প্রেসিডেন্ট আশরাফ গনি, আফগানিস্তানের জাতীয় ঐক্য পরিষদের প্রধান আব্দুল্লাহ এঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে।
আফগানিস্তানের হাজারা গোত্রের অধিকাংশ সদস্য শিয়া মুসলমান। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘ দিন যাবত এ গোত্রের ওপর নির্যাতন করে আসছে। ১৯৯০ সালে তালেবান ও আল কায়দার সদস্যরা, হাজারা গোত্রের সহস্রাধিক শিয়া মুসলমানদের হত্যা করেছে।
3455141

captcha