বাতা সংস্থা ইকনা: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তুরস্ক, সৌদি আরব ও কাতার উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অভয়াশ্রমে পরিণত হয়েছে। চীনের ফোনিক্স টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও প্রধানমন্ত্রী আহমেত দাউদোগ্লু’র প্রত্যক্ষ সহযোগিতায় দায়েশের সন্ত্রাসীরা সিরিয়ার প্রবেশ করছে।
বাশার আসাদ বলেন, কিছু পশ্চিমা দেশ ও মধ্যপ্রাচ্যে তাদের সহযোগীরা রাজনৈতিক উপায়ে সিরিয়ার চলমান সংকটের সমাধান চায় না। এর পরিবর্তে তারা সিরিয়ায় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে সংকটকে দীর্ঘায়িত করার চেষ্টা চালাচ্ছে।
সিরিয়া সরকার সেদেশের জনগণের স্বার্থ রক্ষা করছে উল্লেখ করে তিনি বলেন, চলমান সংকট সমাধানের যেকোনো ভালো প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে দামেস্ক। বাশার আসাদ বলেন, সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূল করার আগে সিরিয়ায় বড় ধরনের কোনো রাজনৈতিক সংস্কারের কাজে হাত দেয়া সম্ভব নয়।
দায়েশ বা আইএসআইএলের অবস্থানে রাশিয়ার বিমান হামলা শুরু হওয়ার পর সেনাবাহিনী প্রায় সবগুলো ফ্রন্টে সন্ত্রাসীদের পিছু হটতে বাধ্য করেছে বলে তিনি জানান। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোটের কথিত বিমান হামলায় সন্ত্রাসীরা উল্টো শক্তিশালী হয়েছিল। কিন্তু রাশিয়া এককভাবে হামলা শুরু করার পর উগ্র জঙ্গিরা তুরস্ক হয়ে ইউরোপে পালাতে শুরু করেছে।
3455699