আইআরআইবি’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা কমান্ডারদেরকে বলেন, “মুক্ত জলরাশিতে প্রবেশাধিকার এবং সমুদ্র পথে বিশ্বের চারদিকে যোগাযোগ প্রতিষ্ঠা করুন।” এর পাশাপাশি দেশ রক্ষার জন্য সমুদ্র ব্যবহারের সুবিধাগুলো কাজে লাগতে তিনি জনগণ ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “সমুদ্রে ইরানি জাতির ঐতিহাসিক গৌরব প্রতিষ্ঠা করতে হবে এবং এ দায়িত্ব ইরানের নৌবাহিনীর। নৌবাহিনীকে অবশ্যই দেশের জন্য একটি সুন্দর ও প্রতিশ্রুতিশীল ভবিষ্যত রচনার কাজ করতে হবে।”
সর্বোচ্চ নেতা বলেন, “সঠিক চিন্তা এবং ব্যবস্থাপনাসম্পন্ন খোদাভীরু জনশক্তিই ইরানকে মহান ও ঐতিহাসিক অবস্থান করে দিতে পারে। এজন্য কঠোর দৃঢ়তা, অবিচল বিশ্বাস, আল্লাহর ওপর ভরসা এবং ভবিষ্যতের বিষয়ে আশাবাদী হতে হবে।” তিনি আরো বলেন, ইসলামি বিপ্লবের আগে সমুদ্রের গুরুত্ব, বিশালতা ও সংবেদনশীলতাকে উপেক্ষা করা হয়েছে কিন্তু আজকে ইরানের নৌবাহিনী বিরাট উন্নতি করেছে যদিও এ ক্ষেত্রে এখনো অনেক কিছু বাকি রয়েছে।
3458269