IQNA

ব্রিটিশ সরকারের মুখপাত্র প্রচার করেছেন:

দায়েশের কুরআন বিকৃতিকরণের কার্টুন + ছবি

23:28 - December 05, 2015
সংবাদ: 3460119
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পরিস্থিতির আলোকে ব্রিটিশ সরকারের মুখপাত্র টুইটারে দায়েশের কুরআন বিকৃতিকরণের আলোকে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ব্রিটিশ সরকারের মুখপাত্র ‘এডুইন স্যামুয়েল’ এই ব্যঙ্গচিত্র ব্যাপারে জানিয়েছেন: এই কার্টুনটিতে দেখা যাচ্ছে যে, ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থকে দায়েশ বিকৃতি করছে।
স্যামুয়েল এই কার্টুনটি সামাজিক নেটওয়ার্ক টুইটারের নিজস্বে একাউন্টে প্রচার করেছে। তবে কে বা কারা এই কাটুনটির ডিজাইন করেছে তা প্রচার করেনি।
এই কার্টুনে দেখা যায় যে, লম্বা দাড়ি বিশিষ্ট মানুষ যার পিছনে দায়েশের কালো পতাকা রয়েছে এবং পাশে বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে। লম্বা দাড়ি বিশিষ্ট দায়েশের সদস্য পবিত্র কুরআন বিভিন্ন আয়াত ফ্রুট দিয়ে মুছে ফেলে বিকৃতি করছে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পরিস্থিতির আলোকে ব্রিটিশ সরকারের মুখপাত্র টুইটারে দায়েশের কুরআন বিকৃতিকরণের আলোকে এই ব্যঙ্গচিত্রটির নীচে লিখেছেন: ‘ইসলাম ধর্ম ও পবিত্র কুরআনে যে সকল সহনশীলতা ও শান্তির বার্তা রয়েছে, সেগুলোকে এই কার্টুনটির মতোই সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে মুছে ফেলছে।
3459516

captcha