IQNA

অ্যাঞ্জেলিনা জোলি:

দায়েশ যদি কুরআনের অর্থ বুঝত তাহলে মানুষ হত্যা করত না

23:29 - December 12, 2015
সংবাদ: 3462303
আন্তর্জাতিক ডেস্ক: হলিউডের বিখ্যাত অভিনেতা অ্যাঞ্জেলিনা জোলি টুইটার লিখেছেন, “দায়েশ যদি পবিত্র কুরআনের অর্থ বুঝত, তাহলে মানুষ হত্যা করত না”।

বার্তা সংস্থা ইকনা: হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি টুইটারের নিজের পেজে লিখেছেন, “দায়েশ যদি পবিত্র কুরআনের অর্থ বুঝত, তাহলে মুসলিম ও খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের মানুষদের নৃশংস ভাবে হত্যা করত না”।
তিনি আরও ইঙ্গিত করেছেন যে, ইসলাম ধর্ম সহনশীলতা, সহাবস্থান ও শান্তির প্রতি আমন্ত্রণ জানায়।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ব্যাপারে অ্যাঞ্জেলিনা জোলি উল্লেখ করেন, এক খৃস্টান দম্পতির গাড়ি প্রতিরোধ করে দায়েশের এক সদস্য জিজ্ঞাসা করেছ: তোমরা কি মুসলমান? তখন গাড়িতে বসে থাকা পুরুষ বললেন: হ্যাঁ, আমরা মুসলমান। দায়েশের সদস্য নিশ্চিত হওয়ার জন্য ঐ ব্যক্তিকে বলল: যদি মুসলমান হও, তাহলে পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত কর? তখন ঐ খৃস্টান পুরুষ ইঞ্জিন থেকে একটি বাক্য পাঠ করল। এ শুনে দায়েশের সদস্য বলল: যাও, আল্লাহ তোমাদের সুরক্ষা করুক।
দায়েশের ঐ সদস্য চলে যাওয়ার পর খৃস্টান লোকের স্ত্রীর বললেন: তুমি কেন তাদেরকে বললে, আমরা মুসলমান, তারা যদি বুঝতে পরে আমরা মিথ্যা বলেছি তাহলে আমাদের হত্যা করবে। মহিলার স্বামী নিশ্চিত হয়ে বললেন: তুমি চিন্তা করো না, যদি তারা (দায়েশ) কুরআনকে বুঝত তাহলে মানুষ হত্যা করত না।
অ্যাঞ্জেলিনা জোলি টুইটারে নিজের পেজে এ ঘটনাটি বর্ণনা করে গুরুত্বারোপ করেছেন: “ইসলাম ধর্মের সাথে দায়েশের কোন সম্পর্ক নেই”।
3461930

captcha