বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.)এর মাজারের কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)কে সমবেদনা জানানোর জন্য এবং তাঁর পবিত্র মাজার যিয়ারত করার জন্য ইরাকের বিভিন্ন শহর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখ যায়ের উপস্থিত হয়েছেন।
মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে ইরাকের অন্যান্য শহরে শোকানুষ্ঠান উদযাপন হয়েছে এবং অন্যান্য শহরের যায়েরদের সুবিধার জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী তাঁবু’র ব্যবস্থা করা হয়।
যথাযোগ্য মর্যাদায় ইরাক ও ইরান সহ বিশ্বের অন্যান্য দেশেও মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) ও ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
3462236