বার্তা সংস্থা ইকনা : মসজিদে নববি (সা.)-এর শীর্ষস্থানীয় তাজবিদ প্রশিক্ষকদের অন্যতম ‘শাইখ আব্দুল ওয়াহাব মুহাম্মাদ যামান’ গতকাল (মঙ্গলবার, ২২ ডিসেম্বর) বিকেলে ইন্তিকাল করেছেন।
‘শাইখ আব্দুল ওয়াহাব মুহাম্মাদ যামান’ ১৩৭০ হিজরীতে মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি শৈশবে তার পিতা-মাতার সহযোগিতায় মসজিদে নববি (স.) ও মদিনার শীর্ষস্থানীয় কুরআন প্রশিক্ষকদের নিকট কুরআন হেফজ করতে সক্ষম হন।
তিনি ১৪৩১ হিজরি থেকে মসজিদে নববি (স.)-এ কুরআন ও তাজবিদ প্রশিক্ষণ দান শুরু করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এ কাজেই নিয়োজিত ছিলেন।#3468701
সূত্র : alnasrnews.com