IQNA

‘হিউস্টনের মসজিদে উদ্দেশ্যমূলকভাবে আগুন দেয়া হয়েছে’

15:59 - December 27, 2015
সংবাদ: 3470092
আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের বড়দিনের উৎসব উদযাপনের সময় মসজিদটিতে আগুন দেয়া হয়।


বার্তা সংস্থা ইকনা : আমেরিকার হিউস্টন মসজিদে উদ্দেশ্যমূলকভাবে আগুন দেয়া হয়েছে। মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তকারী দমকল বিভাগ এ কথা জানিয়েছেন। শুক্রবার এ মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আমেরিকায় যখন মুসলমান-বিরোধী মনোভাব উস্কে দেয়া হচ্ছে তখন এ মসজিদে আগুন দেয়ার ঘটনা ঘটলো।

অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিকভাবে বা দুর্ঘটনাজনিত কারণে ঘটেনি বলে নিশ্চিত করেছে হিউস্টন দমকল বাহিনী। ক্যাথলিক খ্রিস্টানদের বড়দিনের উৎসব উদযাপনের সময় মসজিদে আগুন দেয়া হয়। এতে মসজিদের মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডের এক ঘণ্টা আগে মসজিদে প্রায় ২০০ মুসল্লি সমবেত হয়েছিলেন।

দমকল বাহিনীর প্রতিবেদন দেয়ার আগে হিউস্টনের মদ, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সংক্রান্ত বিভাগ বলেছে, একাধিক স্থান থেকে আগুনের সূচনা হয়েছে তাই একে সন্দেহজনক বলে মনে হচ্ছে।

ইসলাম এবং মুসলমান বিদ্বেষকে কেন্দ্র করে হিউস্টন মসজিদে আগুন দেয়া হয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স।#



সূত্র : timesworld24

captcha