IQNA

আল-আকসার আদলে গাড়ি তৈরি করে অভিনন্দিত যুবক

13:15 - June 28, 2021
সংবাদ: 3470208
মসজিদুল আকসার আকৃতিতে গাড়ি তৈরি করে মানুষের দৃষ্টি কেড়েছে ফিলিস্তিনি যুবক ইবরাহিম রাশো। বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁর তৈরি গাড়ির ভিডিও ছড়িয়ে পড়েছে এবং তাকে নানাভাবে অভিনন্দিত করা হচ্ছে।

‘আল-জাজিরা ফিলিস্তিন’-এর ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হলে আড়াই লাখের বেশি ফেসবুক ব্যবহারকারী তাতে লাইক দিয়েছে এবং অভিনন্দন জানিয়েছে সাড়ে চার হাজারের বেশি মানুষ। যেমন উম্মে আহমদ নামক একজন নারী লিখেছেন—‘এই উদ্ভাবনের জন্য আপনাকে অভিনন্দন। আল্লাহ তোমার এই কাজে বরকত দান করুন এবং এমন আরো কাজের তাওফিক দিন। আমরা এমন কাজগুলো পছন্দ করি আল্লাহ ও তাঁর রাসুলের জন্য। তোমার প্রতি শান্তি বর্ষিত হোক।’

ইবতিসাম ইউসুফ নামক একজন পাঠক ফিলিস্তিনিদের জন্য দোয়া করে লেখেন, ‘হে আল্লাহ, আপনি আপনার মুমিন বান্দাদের জন্য যে সাহায্যের অঙ্গীকার করেছেন তা ত্বরান্বিত করুন, আপনিই তাদের জন্য যথেষ্ট, আপনিই তাদের অভিভাবক এবং আপনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই, আপনি তাদের হাত ধরুন, শত্রুর বিরুদ্ধে তাদের সাহায্য করুন, তাদেরকে ধৈর্য দান করুন, তাদের অবস্থানকে দৃঢ় করুন।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন যুবক আল-আকসার আদলে তৈরি তাঁর গাড়ি চালিয়ে নিচ্ছে। গাড়িতে আল-আকসা, তার সামনের প্রাঙ্গণ ও ‘ডোম অব রক’ অন্তর্ভুক্ত করা হয়েছে। কালের কণ্ঠ

captcha