IQNA

দায়েশের হামলা প্রতিহত করল সিরিয়ার সেনাবাহিনী

20:11 - July 13, 2021
সংবাদ: 3470314
তেহরান (ইকনা): সিরিয়ার সেনাবাহিনী সেদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাক্কা প্রদেশের সামরিক ঘাঁটি এবং সরকারী বাহিনীর ঘাঁটিতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি ভয়াবহ হামলা প্রতিহত করেছে।

সিরিয়ার একটি সূত্র ঘোষণা করেছে, সিরিয়ার সেনাবাহিনী সেদেশেরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাক্কা প্রদেশের আল-রাসাফা মরুভূমিতে অবস্থিত সরকারী সামরিক ঘাঁটিতে আইএস জঙ্গিদের ভারী আক্রমণ নস্যাৎ করেছে।

গতকাল মধ্যরাতে দায়েশের নিয়ন্ত্রিত বেশ কয়েকটি গ্রুপ রাক্কার উপকণ্ঠে আর-রাসাফা মরুভূমির সরকারী সামরিক ঘাটিতে একযোগে আক্রমণ চালায়। উভয় পক্ষের মধ্যে ভারী সংঘর্ষ ফলে দায়েশের ১৫ জন জঙ্গি হতাহত হয়েছে। এছাড়াও এই হামলায় দায়েশের ব্যবহৃত বেশ কয়েটকি মোটরসাইকেলও ধ্বংস হয়েছে।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসেরে এই হামলায় সিরিয়ার সেনাবাহিনী ৩ জন সেনে শাহাদাত বরণ করেন এবং অপর ৫ জন আহত হন।

মার্কিন সেনা কর্তৃক নিয়ন্ত্রিত আত-তানফের হুমাহ মরুভূমি, হামাস এবং রাক্কা শহরে দায়েশের অনুমোদিত বিভিন্ন গ্রুপের সন্ধান এবং ক্লিনিং অপারেশন চালানোর সময় এসকল জঙ্গিরা সিরিয়ার সেনাবাহিনী উপর এই হামলা চালায়।
উল্লেখ্য যে, সিরিয়ার সেনাবাহিনীর অভিযান থেকে বাচতে দায়েশের জঙ্গিরা মার্কিন সেনাদের অধিকৃত আল-তানফ এলাকায় পালিয়ে আশ্রয় নিয়েছে। iqna

captcha