IQNA

নতুন করে ৯ দেশের ওপর সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

0:02 - July 20, 2021
সংবাদ: 3470354
তেহরান (ইকনা): আবারও ৯টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। মূলত করোনা মহামারির কারণে সংক্রমণ ঠেকাতেই এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

সৌদি আরব নতুন করে যে ৯টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো হলো- ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন। কোনো প্রবাসীরা সৌদি আরবে আসার ১৪ দিন আগে এসব নিষিদ্ধ দেশ ভ্রমণ করতে পারবেন না।

এসব দেশ থেকে প্রবাসীরা সরাসরি সৌদি আরবে আসতে পারবেন না। যদি কেউ ওই দেশগুলো থেকে সৌদি আরবে আসতে চান, তাদেরকে দু’সপ্তাহের জন্য অন্য কোনো দেশে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তৃতীয় কোনো দেশে দু’সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর তারা সৌদি আরব আসতে পারবেন বলে দেশটির পাসপোর্ট অধিদফতরের পরিচালক জানিয়েছেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ২০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব। তখন এ ৯ দেশও ওই নিষেধাজ্ঞার আওতায় ছিল।

বর্তমানে সৌদি নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবার ছাড়া আর কেউ ওই ভ্রমণ নিষিদ্ধ দেশগুলো থেকে সৌদি আরবে আসতে পারবেন না। সূত্র : সৌদি গেজেট

captcha