IQNA

অবশেষে জাকজাকিকে নির্দোষ ঘোষণা করল নাইজেরিয়ার আদালত

10:46 - July 29, 2021
সংবাদ: 3470405
তেহরান (ইকনা): নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্ট দলের নেতা শেখ ইব্রাহিম জাকজাকি ও তার স্ত্রীর বিরুদ্ধে আনীত সব অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছে সেদেশের মধ্যাঞ্চলীয় কাদুনা প্রদেশের একটি আদালত।

২০১৮ সালের ১৫ মে তাদের বিচার শুরু হয় যা তিন বছরেরও বেশি সময় ধরে চলল। কাদুনা হাইকোর্ড বুধবার জাকজাকির ব্যাপারে চূড়ান্ত রায় দিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। আদালতের রায় ঘোষিত হওয়ার পর বুধবারই জাকজাকি ও তার স্ত্রীকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। ইসলামিক মুভমেন্টের নেতার আইনজীবী ইসহাক আদম বলেছেন, ‘শেষ পর্যন্ত আমরা তাদের পরাজিত করেছি। আমরা বিজয়ী হয়েছি।”

শেখ জাকজাকি ও তার স্ত্রী মাল্লিমা জিনাতের বিরুদ্ধে নরহত্যা, জনশৃঙ্খলা ভঙ্গ ও বেআইনি জনসভা করাসহ আরো বেশি কিছু অভিযোগ এনেছিল কাদুনার প্রাদেশিক সরকার। অভিযুক্তরা এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছিলেন।

নাইজেরিয়ার সরকারি সেনারা ২০১৫ সালের ১৩ ডিসেম্বর কাদুনা প্রদেশের জারিয়া শহরের একটি হুসাইনিয়ায় হামলা চালিয়ে শেখ জাকজাকি ও তার স্ত্রীকে গ্রেফতার করে। ওই হামলায় শেখ জাকজাকির তিন সন্তানসহ শত শত নাইজেরিয় মুসলমান নিহত হন। এছাড়া, জাকজাকি ও তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ধরে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত নাইজেরিয়ার আদালতই নির্দোষ ঘোষণা করে তাদেরকে মুক্তি দিয়েছে। iqna

 

captcha