হাশদ আশ-শাবি এক বিবৃতিতে ঘোষণা করেছ: হাশদ আশ-শাবির ৮০তম রেজিমেন্টের কমান্ডর সায়িদ হাসান সায়িদ এবং তার এক সহযোদ্ধা ইরাকের নেইনাওয়া প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত ড্রোনের বোমা হামলায় শাহাদাত বরণ করেছেন।
এদিকে ইরাকের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, সেদেশের প্রধানমন্ত্রী মোস্তাফা আল-কাজেমি নেইনাওয়া প্রদেশে ভ্রমণের সময় উত্তর ইরাকের সিনজার অঞ্চলে তুর্কিদের বোমা হামলায় ইয়াজিদি সম্প্রদায়ের এক নেতা এবং তার আত্মীয়-স্বজনদের মধ্যে তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বে ঘোষণা করেছিল যে, ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাওয়া প্রদেশে একটি তুর্কি সামরিক ঘাঁটিতে বোমা হামলায় একজন তুর্কি সৈন্য নিহত হয়েছে। এই ঘোষণার পর তুর্কি এই হামলা চালায়।
উল্লেখ্য যে, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমী নেইনাওয়া প্রদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে আজ সকালে মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে গঠিত একটি সরকারি প্রতিনিধিদলের নেতৃত্বে নেইনাওয়া প্রদেশে পৌঁছান। iqna