IQNA

নাইজেরিয়ায় আশুরার শোকানুষ্ঠানে হামলায় শহীদ ৩ এবং আহত ১৩

19:19 - August 22, 2021
সংবাদ: 3470543
তেহরান (ইকনা): নাইজেরিয়ার পুলিশ সেদেশের সোকোটো শহরে আশুরার শোকানুষ্ঠানে হামলা চালিয়েছ কমপক্ষে তিনজনকে শহীদ এবং ১৩ জনকে আহত করেছে।
নাইজেরিয়ার সরকার তার  ধর্মীয় বিরোধী কার্যক্রম অব্যাহত রেখে আবার আশুরার শোকানুষ্ঠানে হামলা চালিয়ে নিজেকে অশুভ পরিকল্পনা প্রকাশ করেছে।
 
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সোকোটো শহরের পুলিশ শিয়া মুসলমানদের শোক অনুষ্ঠানে হামলা চালিয়েছে। এই হামলায় কমপক্ষে তিনজন শহীদ এবং ১২ জনেরও বেশি আহত হয়েছেন।
 
নাইজেরিয়ার পুলিশ কর্তৃক উগ্র এই হামলায় নিহতদের লাশের ছবি ইসলামিক মুভমেন্ট অফ নাইজেরিয়া প্রকাশ করেছে। অন্যদিকে নাইজেরিয়ার পুলিশ দাবি করেছে যে এই হামলায় কেউ নিহত বা আহত হয়নি।
 
এই ঘটনার তিন শহীদের নাম বিলো মোহাম্মদ এলিলা, ওমরানা ওমর ইয়াবু এবং হাসান আবু বকর সোকোটো।
 
ইসলামিক মুভমেন্ট অফ নাইজেরিয়া (আইএমএন) বলেছে যে এই বছর, মহররমের প্রথম দশ দিনে নাইজেরিয়ার বিভিন্ন রাজ্যের কেন্দ্রে  এবং শহরে সাইয়্যেদুশ শুহাদা'র জন্য শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবে এই শোকানুষ্টানে নাইজেরিয়ার পুলিশ পাশবিক হামলা চালিয়েছে।
 
এদিকে অপর এক খবরে নাইজেরিয়ার কর্মকর্তারা এক সপ্তাহ আগে ঘোষণা করেছিলেন যে প্লেটো রাজ্যের জোস শহরে মুসলমানদের উপর সশস্ত্র হামলায় ২২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।
 
নাইজেরিয়ার স্থানীয় পুলিশের মুখপাত্র গ্যাব্রিয়েল ওগাবা এক সংবাদ সম্মেলনে বলেন: কয়েক ডজন মুসলমান একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় এই ঘটনা ঘটেছে।
 
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওমরাহ হজ থেকে বাড়ি ফিরে আসা নাইজেরিয়ান হাজীদের বহনকারী বাসে এই হামলা চালানো হয়। iqna
captcha