IQNA

আল-আকসা মসজিদে ইহুদিদের হামলা/ ৭ ফিলিস্তিনির দণ্ডাদেশ

21:57 - September 13, 2021
সংবাদ: 3470664
তেহরান (ইকনা): আজ সকালে ইসরাইলের ইহুদিরা দখলদার বাহিনীর কঠোর সুরক্ষার মাধ্যমে আল-আকসা মসজিদে প্রবেশ করেছ।

কুদস ইসলামিক এন্ডাউমেন্ট অফিস ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইলের ধর্মীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ কয়েক ডজন জায়নবাদী বাসিন্দা আজ সকালে আল-আকসা মসজিদের বাবুল মাগারিবায় হামলা চালিয়ে এই মসজিদে প্রবেশ করে এই পবিত্র স্থানের অবমাননা করেছে।

এন্ডাউমেন্ট অফিস আরও বলেন: চরমপন্থি ইহুদিরা হাইকাল মৌহুম মন্দির সম্পর্কে ব্যাখ্যা পাওয়ার পর সকলে একসাথে আল-আকসা মসজিদের প্রাঙ্গণে প্রবেশ করে বাবুল রাহমাহ এবং ডোম অফ দ্যা রকের কাছে তাদের তালমুদিক অনুষ্ঠান পালন করে।

এসময় ইহুদিবাদী ইসরাইলের সেনা বাহিনী আল-আকসা মসজিদে ফিলিস্তিনি এবং জেরুজালেমের অধিবাসীদের প্রবেশেও বিধিনিষেধ আরোপ করে এবং মসজিদের সামনে ফিলিস্তিনিদের পরিচয়পত্র চেক করে।

এদিকে, কুদসের কেন্দ্রীয় আদালত জেরুজালেমের ৭ জন বাসিন্দাকে দীর্ঘ মেয়াদী কারাদণ্ড এবং অপর ২ জনকে স্বল্প মেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, হাতাম জারাদাতকে ৪২ মাস কারাদণ্ড, মাজাদ মোস্তাফাকে ২৮ মাস কারাদণ্ড, মাজাদ আল-ওয়ায়িরীকে ২৮ মাস কারাদণ্ড, নূরুদ্দীন ওবাইদকে ২০ মাস কারাদণ্ড এবং আমজাদ আল-ওয়াইদকে ২৮ মাস কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

এছাড়াও এই আদালত আনোয়ার ওবাইদ এবং আদাম মাহমুদকে জেরুজালেম থেকে নির্বাসনের আদেশ অমান্য করার দায়ে ২ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছ।

ইহুদিবাদী শাসন আদালত নাদিম জোহরাহ এবং ফায়েজ মোহসেনকে ৪ মাস থেকে ২ বছরের স্থগিত কারাদণ্ডে দণ্ডিত করেছে। iqna

captcha