IQNA

আরবাইনের নিরাপত্তার জন্য সোচ্চার ৬ হাজার স্বেচ্ছাসেবী

20:07 - September 19, 2021
সংবাদ: 3470692
তেহরান (ইকনা): আসন্ন আরবাইন উপলক্ষে ইমাম হুসাইনের (আ.) পবিত্র মাযারের জিয়ারতকারীদের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৬ হাজার স্বেচ্ছাসেবী সোচ্চার রয়েছেন।

ইমাম হুসাইনের (আ.)এর পবিত্র মাযারের আইন প্রয়োগকারী বিভাগের প্রধান রসুল আব্বাস ফাজালেহ বলেছেন: জিয়ারতকারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে আসন্ন আরবাইনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন: এই বিষয়ে আমরা যে পরিকল্পনা করেছি, সেই পরিকল্পনা অনুসারে, জিয়ারতকারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাথ, রাস্তাঘাট এবং নিরাপদ প্রস্থান খুলে দেওয়া হয়েছে এবং অপারেশন কমান্ড সহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা এবং প্রদেশের পুলিশ কমান্ডের সাথে একটি যৌথ অপারেশন রুম স্থাপন করা হয়েছে।

রসুল আব্বাস ফাজালেহ আরও বলেছেন: এই বিভাগটি জিয়ারতকারীদের সর্বোত্তম স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ইমাম হুসাইন (আ.) এর পবিত্র মাযারের অন্যান্য বিভাগ এবং শাখার সাথে সহযোগিতা করবে।

তিনি বলেছেন: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের বিশেষ খাদেম ছাড়াও ৬ হাজার স্বেচ্ছাসেবক এই মাযারের শৃঙ্খলা বজায় রাখতে এবং জিয়ারতকারীদের স্বাস্থ্য ও সুরক্ষা প্রদানে সহায়তা করবেন। iqna

captcha