IQNA

ইরাকে " হুসাইনের (আ.) সঙ্গী" শীর্ষক প্রতিযোগিতা

20:21 - September 19, 2021
সংবাদ: 3470693
তেহরান (ইকনা): বাগদাদে ইরানী কালচারাল কাউন্সিলরের সহায়তায় ইরাকে বসবাসকারী ইরানিদের জন্য " হুসাইনের (আ.) সঙ্গী" শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইরাকে ইমাম হুসাইন (আ.)এর আরবাইন তথা চল্লিশা উপলক্ষে বাগদাদে ইরানী কালচারাল কাউন্সিলরের সহায়তায় ইরাকে বসবাসরত ইরানিদের জন্য "হুসাইনের (আ.) সঙ্গী" শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার জন্য “হুসাইনের (আ.) সঙ্গী” নামক একটি বই সকলকে দেওয়া হয়েছে এবং প্রতিযোগিতার প্রশ্নসমূহ এই বই থেকে দেওয়া হবে।
"হুসাইনের (আ.) সঙ্গী" গ্রন্থটি মূলত ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর (হাফিজাহুল্লাহ) এবং বক্তৃতার সংকলন।

এই বইটিতে মহররম মাসের বিপ্লবের আলোকে সর্বোচ্চ নেতার ১০ টি ভাষণ রয়েছে। ইরাকে বসবাসরত ইরানের বাসিন্দারা এই বই পড়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে ইরানী কালচারাল কাউন্সিলর মূল্যবান পুরস্কার বিতরণ করবেন।

এই প্রতিযোগিতা মূলক অনলাইনে অনুষ্ঠিত হবে। নাম নিবন্ধনের পর সকলের নিকট বইটি প্রদান করা হবে। ইরাকে বসবাসকারী ইরানিরা আগামী ১ম অক্টোবরের মধ্যে ভার্চুয়াল পেজে বাগদাদে অবস্থিত ইরানের কালচারাল কাউন্সিলারের নিকট প্রতিযোগিতার উত্তরপত্র পাঠাতে পারবে। iqna

captcha