IQNA

আফগানিস্তানে শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করল দায়েশ

0:03 - October 09, 2021
সংবাদ: 3470791
তেহরান (ইকনা): আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস।

আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ শহরের সৈয়দ আবাদ মসজিদে শক্তিশালী বিস্ফোরণের ফলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।
 
দায়েশের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে এই সন্ত্রাসী গোষ্ঠী মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে। এই বিবৃতি অনুযায়ী আত্মঘাতী হামলাকারীর নাম মুহাম্মাদ উইঘুর। 
 
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র “ক্বারী সাইদ খোস্তি” কুন্দুজের শিয়া মসজিদে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কোন তথ্য জানায়নি। 
 
এএফপি কিছু কুন্দুজ বাসিন্দার উদ্ধৃতি দিয়ে বলেছে যে, খান আবাদ এলাকায় জুমার নামাজ চলাকালীন সময় বিস্ফোরণ ঘটে। কোন কোন সংবাদ মাধ্যম এই হামলায় নিহতের সংখ্যা শতাধিক উল্লেখ করেছে। 
 
এদিকে এব্যাপারে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইট করেছেন: আজ দুপুরে কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলার মসজিদে একটি বিস্ফোরণ ঘটেছে, এরফলে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছেন।
 
বুধবার দক্ষিণ-পূর্ব খোস্ত প্রদেশের একটি মাদ্রাসার কাছে বোমা বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
 
কিছুদিন আগে আফগান শহর জালালাবাদে তালেবান অবস্থানের বিরুদ্ধে তিনটি বিস্ফোরণ ঘটে। ঐ বিস্ফোরণের দায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ স্বীকার করেছে। iqna
 
captcha