IQNA

আফগানিস্তানে গৃহযুদ্ধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

20:35 - October 12, 2021
সংবাদ: 3470807
তেহরান (ইকনা):লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব লেবাননে আসন্ন নির্বাচন, ইরান থেকে লেবাননে জ্বালানি স্থানান্তর, সেদেশে গত বছরের ভয়াবহ বিস্ফোরণের সত্যতা, জায়নিস্ট শাসনের হুমকি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে।
 
আফগানিস্তানের কুন্দুজ শহরের খানাবাদ এলাকার একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় ১৫০ জনের বেশী মানুষ নিহত হওয়ার পর এ কথা বললেন হিজবুল্লাহ মহাসচিব। ওই হামলার নিন্দাও জানিয়েছেন তিনি।
 
হামলায় আহতদের সবাই আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম নৃ-গোষ্ঠী হাজারা শিয়া সম্প্রদায়ের লোক। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
 
গতকাল (সোমবার) টেলিভিশনে দেয়া এক ভাষণে হিজবুল্লাহ নেতা বলেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জঘন্য এই বর্বরতা চালিয়েছে এবং হামলার দায়-দায়িত্ব আমেরিকাকে বহন করতে হবে।
 
হাসান নাসরুল্লাহ বলেন, কুন্দুজের শিয়া মসজিদে যে রক্ত ঝরেছে তার দায়িত্ব মার্কিন প্রশাসন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দায়েশকে সমর্থন দেয়ার সাথে যারা জড়িত তাদের সবাইকে নিতে হবে। iqna
 

 

captcha