IQNA

ফ্রান্সের অ্যালাইনে বন্ধ করে দেওয়া হল মসজিদের কার্যক্রম

11:07 - October 28, 2021
সংবাদ: 3470886
তেহরান (ইকনা): ফ্রান্সের সরকার সেদেশের অ্যালাইন শহরে একটি মসজিদের সকল কার্যক্রম আগামী ছয় মাসের জন্য বন্ধ করে দিয়েছে। 
ফরাসি সরকার ২৫ অক্টোবর ঘোষণা করেছে যে, চরমপন্থি ধারণা প্রতিরক্ষার জন্য ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যালাইন শহরের একটি মসজিদের সকল কার্যক্রম আগামী ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
 
সিরতের গভর্নরের অফিস থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, মসজিদটির ধারণক্ষমতা ৩০০ জন।
 
 বিবৃতিতে দাবি করা হয়েছে যে, মসজিদের কর্মকর্তারা ফ্রান্সে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছেন এবং এটি বন্ধ করার উদ্দেশ্য ছিল সন্ত্রাসী হামলা প্রতিরোধ করা।
 
অ্যালাইন শহরের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩  অক্টোবর ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের অনুরোধে মসজিদটির কার্যক্রম বন্ধ করার ব্যবস্থা করা হয়েছ। iqna
 

 

captcha