IQNA

ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধের কথা স্বীকার করল আল-কায়েদা নেতা

21:19 - November 14, 2021
সংবাদ: 3470979
তেহরান (ইকনা): ইয়েমেন এবং আরব উপদ্বীপের আল-কায়েদার নেতা ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধের কথা স্বীকার করেছেন।
ইয়েমেন ও আরব উপদ্বীপের আল-কায়েদা নেতা স্বীকারোক্তিমূলক এক বিবৃতিতে ঘোষণা করেছে: “হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্টের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে আল-কায়েদার এই নেতা এমনভাবে সুস্পষ্ট ভূমিকা পালন করেছে যা কেউ অস্বীকার করতে পারবে না।
 
ইয়েমেন এবং আরব উপদ্বীপের আল-কায়েদা নেতা উল্লেখ করেছে যে, তিনি আনসারুল্লাহর বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে ১১টি ফ্রন্টে অংশগ্রহণ করেছে।
 
আল-কায়েদার এই নেতার এই স্বীকারোক্তি পূর্বে ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকার বহুবার বলেছে, ইয়েমেনি সেনা বাহিনী এবং জনপ্রিয় কমিটিগুলির মোকাবেলা করতে সৌদি জোট আল-কায়েদা এবং তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের উপাদানগুলিকে ব্যবহার করছে।
 
মারিব প্রদেশে চলাকালীন যুদ্ধে ইয়েমেনের সেনারা বেশ কয়েকবার আল-কায়েদার সাথে যুদ্ধ করেছে। একথা ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকার বারবার ঘোষণা করেছে। iqna
 
 
captcha