IQNA

ইরাকে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান

0:01 - November 28, 2021
সংবাদ: 3471048
তেহরান (ইকনা): ইরাকে মাটির তৈরি বহু পুরনো একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, জ্বী-কার অঞ্চলে সন্ধান পাওয়া মসজিদটি ৬৭৯ খ্রিস্টাব্দে তৈরি করা হয়ে থাকতে পারে। 
ব্রিটিশ জাদুঘর খনন মিশন এটি খুঁজে পেয়েছে। তারা বলছে, আল-রাফা’ই শহরে পাওয়া মসজিদটির প্রস্থ ২৬ ফুট এবং দৈর্ঘ্য ১৬ ফুট। মসজিদের মাঝখানে কেবলামুখী ইমামের হুজুরা রয়েছে। 
 
সরকারি কর্মকর্তাদের ধারণা, ওই মসজিদে ২৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন।
 
আল-রাফা'ই শহরের অনুসন্ধান ও খনন বিভাগের প্রধান আলি শালগাম জানান, এটি একটি গুরুত্বপূর্ণ ও বড় ধরনের প্রাপ্তি। কারণ এটি সম্পূর্ণভাবে মাটির তৈরি এবং ইসলাম প্রচারের শুরুর দিকে এটি নির্মাণ করা হয়েছিল।
 
তিনি আরো বলেন, ইসলাম প্রচারের শুরুর সময় সম্পর্কে আমরা খুব কম তথ্য জানতে পেরেছি। পানি, বাতাস ও বৃষ্টির কারণে ক্ষয়ে যাওয়াতে ভবনটির কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
captcha