IQNA

ইরাকি সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা

20:28 - November 30, 2021
সংবাদ: 3471062
তেহরান (ইকনা): ইরাকের পার্লামেন্ট নির্বাচনে জয়ী প্রার্থীদের চূড়ান্ত তালিকা আজ  ঘোষণা করেছে দেশটির স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি)।
নির্বাচনে ৭৩টি আসন নিয়ে এগিয়ে রয়েছেন সাদর আন্দোলন ও এরপর ৩৭টি আসন পেয়েছে তাকাদ্দোম জোট এবং বর্তমান সরকার ৩৩টি আসন পেয়েছে। এদিকে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি ৩১টি আসন, ডিটারমিনেশন কোয়ালিশন ১৪টি আসন এবং কুর্দিস্তান জোট ১৭টি আসন পেয়েছে।
 
এছাড়াও আল-ফাতাহ জোট ১৭টি আসন, ইশরাক আল-কানুন ৬টি আসন, কাউই আল-দাওলাহ জোট ৪টি আসন, ন্যাশনাল কভেন্যান্ট (আল-আকদ আল-ওয়াতানি) জোট ৪টি আসন, হাশেম রিফর্ম মুভমেন্ট জোট ৩টি আসন এবং ব্যাবিলনীয় আন্দোলন ৪টি আসন পেয়েছে। মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন ফর আইডেন্টিটিও ৩টি আসন, ইউনাইটেড ইরাকের জন্য তুর্কমেন ফ্রন্ট একটি আসন, হারাক জিল আল-জাদেদ নয়টি আসন, এক্সটেনশন মুভমেন্ট নয়টি আসন এবং ডিসিশন কোয়ালিশন পাঁচটি আসন পেয়েছে।  iqna
 

اعلام نتایج نهایی انتخابات پارلمانی عراق

 

captcha