
তিনি বলেন, শত্রুরা যদি কোনো ধরনের বৈরী পদক্ষেপ নেয় তাহলে তারা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত জবাব পাবে। ইরানের সামরিক বাহিনী কার্যকরভাবে কৌশলগত সমীকরণ বদলে দেবে। পার্সটুডে
আইআরজিসি'র সামরিক মহড়ায় একসঙ্গে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়
ইরান এবং আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আইআরজিসি যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রশংসা করেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট রায়িসি বলেন, আইআরজিসি সফলভাবে মহড়া পরিচালনার মাধ্যমে পরিষ্কারভাবে এই বার্তা দিয়েছে যে, ইরানের জনগণের স্বার্থ এবং নিরাপত্তা রক্ষার সক্ষমতা এবং ইচ্ছা দুটোই তাদের রয়েছে।
গত সোমবার থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান, বুশহর ও খুজেস্তান প্রদেশে আইআরজিসি'র বিভিন্ন শাখা মহানবী (স)-১৭ নামের যৌথ মহড়া শুরু করে এবং শুক্রবার তা শেষ হয়। ইরান নিয়মিতভাবে এ ধরনের মহড়া চালায় যাতে দেশের যুদ্ধপ্রস্তুতি উন্নত হয়। তবে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের হুমকির পর এবারের এ মহড়া চালানো হলো। iqna