IQNA

সৌদি ও আমিরাতে হামলার বিষয়ে ইয়েমেনের সেনাবাহিনী বিবৃতি প্রদান করবে

20:29 - January 24, 2022
সংবাদ: 3471334
তেহরান (ইকনা): ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা আগামী কয়েক ঘণ্টার মধ্যে সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থানে হামলার বিষয়ে একটি বিবৃতি দেবে।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলা সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন হুতি আন্দোলনের একজন মুখপাত্র।

 

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইয়েমেনের হুথিরা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তবে তা ধ্বংস করা হয়েছে। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম আজ (সোমবার) এ খবর দিয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ধ্বংস হওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো আবুধাবির বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

 

এদিকে সৌদি আরবে বলেছে, তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করে আজ খুব ভোরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। আসির প্রদেশের দাহরান আল-জানুব শিল্প এলাকা লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়।

 

বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে একজন বাংলাদেশী এবং একজন সুদানি কর্মী আহত হয়েছেন। এছাড়া, বেশ কয়েকটি দোকান এবং গাড়ির ওপর ক্ষেপণাস্ত্রের টুকরো পড়লে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়।

 

গত ১৭ জানুয়ারি ইয়েমেনের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বাণিজ্যকেন্দ্র দুবাইকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। ওই হামলায় আবুধাবিতে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছিল।

 

হামলার পর ইয়েমেনের হুথিরা সংযুক্ত আরব আমিরাত ছাড়তে বিদেশি কোম্পানিগুলোকে দফায় দফায় আহ্বান জানিয়েছে। তারা বলছে, আরব আমিরাত এখন একটি অনিরাপদ দেশ, সেখানে আরো হামলা হবে। ফলে বিদেশি কোম্পানিগুলোকে আরব আমিরাত ছেড়ে চলে যাওয়া উচিত।

 

ইয়েমেন থেকে আরব আমিরাতে দীর্ঘপথ পাড়ি দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন- দ্রুতই মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে।  iqna

captcha