IQNA

কাবায় ইমাম আলীর ( আ:) জন্মগ্রহণের বিষয়ে যুক্তিগত দলীল

20:23 - February 14, 2022
সংবাদ: 3471428
তেহরান (ইকনা): ১৩ রজব  হযরত ইমাম আমীরুল মু'মিনীন মওলাল মুওয়াহহিদীন ওয়াল মুত্তাক্বীন আলী ইবনে আবী তালিব ( আ:)-এর শুভ জন্ম দিন। রাসূলুল্লাহ সা:)-এর বয়স যখন ৩০ বছর , তখন হযরত আলী ইবনে আবী তালিব ( আ:) পবিত্র কা'বাঘরে জন্মগ্রহণ করেন।

তাঁর মা ফাতিমা বিনতে আসাদ পবিত্র কা'বা তাওয়াফ করছিলেন ; এমন সময় তাঁর প্রসব বেদনা আরম্ভ হয় । সঙ্গে সঙ্গে তিনি কা'বাঘরে ঢুকে পড়েন ; আর সেখানেই হযরত আলী ( আ:) জন্মগ্রহণ করেন। ...... আর কা'বা ঘরে জন্ম গ্রহণের সৌভাগ্য একমাত্র হযরত আলী ( আ : )ই অর্জন করেন। তাঁর আগে বা পরে আর কেউই এ সৌভাগ্য অর্জন করে নাই ।

( দ্র: আশারা মোবাশশারা , লেখক : মাওলানা মোহাম্মদ গরীবুল্লাহ ইসলামাবাদী , ফাযেলে দেওবন্দ , পৃ : ১৫৩ )‌

পবিত্র কা'বা শরীফের ভিতরে হযরত আলী ( আ:)-এর জন্মগ্রহণ মুতাওয়াতির অর্থাৎ অকাট্য সূত্রে বর্ণিত ও প্রতিষ্ঠিত  সত্য ঘটনা ; আর শিয়া সুন্নী নির্বিশেষে সকল ইসলামী মাযহাব ও ফির্কা পবিত্র কা'বা শরীফের অভ্যন্তরে হযরত আলী ( আ:) - এর জন্ম গ্রহণের ব্যাপারে সম্পূর্ণ ঐকমত্য ( اِتِّفَاق ) পোষণ করেছে ।

হাকিম নিশাপুরী আল - মুস্তাদ্রাক ( খ : ৩০ , পৃ: ৪৮৩ ) গ্রন্থে বলেছেন : মুতাওয়াতির রেওয়ায়ত সমূহে বর্ণিত হয়েছে : হযরত ফাতিমা বিনতে আসাদ ইবনে হাশিম আমীরুল মু'মিনীন হযরত আলী ( আ :)কে পবিত্র কাবা ঘরের ভিতরে প্রসব করেছিলেন ।

হাকিম নিশাপুরী থেকে আল- মুস্তাদরাক গ্রন্থে ইবনুন নাজ্জারের সূত্রে আল- হাফিয আল-কানজী আশ শাফিয়ী আল- কিফায়াহ গ্রন্থে বলেন : হাকিম বলেছেন : হযরত আলী (আ:) পবিত্র মক্কায় বাইতুল্লাহ আল - হারামের  ভিতরে ১৩ রজবের রাতে ( শুক্রবার  রাতে ) হাতির ঘটনার ৩০ বছর পরে জন্মগ্রহণ  করেন । একমাত্র তিনি ব্যতীত আর কোন ব্যক্তি তাঁর আগে বা পরে পবিত্র কা'বা গৃহে জন্ম গ্রহণ করে নি । এটা তাঁর সম্মানার্থে এবং তাঁকে তাযীম করার উদ্দেশ্যে ।

আত্ - তুহফাতুল ইসনা আশারীয়াহ গ্রন্থের রচয়িতা আবদুল আযীয দেহলভীর পিতা শাহ ওয়ালী উল্লাহ নামে প্রসিদ্ধ আহমাদ ইবনে আব্দুর রহিম আদ্ - দেহলভী ইযালাতুল খিফা গ্রন্থে লিখেছেন : মুতাওয়াতির ( অকাট্য সূত্রে প্রতিষ্ঠিত ) হাদীসে বর্ণিত হয়েছে যে , হযরত ফাতিমা বিনতে আসাদ ( রা:) পবিত্র কা'বা গৃহের ভিতরে ১৩ রজব শুক্রবার রাতে হাতীর ঘটনার ৩০ বছর পরে হযরত আমীরুল মুমিনীন হযরত আলী ইবনে আবী তালিব ( আ : )কে প্রসব করেন । আর তিনি ( (হযরত আলী - আ : - )) ব্যতীত আর কোনো ব্যক্তি তাঁর আগে বা পরে পবিত্র কাবা ঘরের ভিতরে ভূমিষ্ঠ হয় নি ।

কাবায় ইমাম আলীর জন্মগ্রহণের বিষয়ক যুক্তিগত দলীল

তাফসীর - ই রূহুল মাআনী গ্রন্থের প্রণেতা আল্লামা শিহাবুদ্দীন সাইয়েদ মাহমূদ আল্ - আলূসী আল্ - বাগদাদী আবদুল বাকী আফান্দী আল্ - উমরীর কাসীদাতুল আইনীয়াহর ব্যাখ্যা গ্রন্থ শারহুল খারীদাহ আল্ - গাইবীয়াহ - এর  ১৫ পৃষ্ঠায়

أنت العلي الذی فوق العلی رفعا

ببطن مکة عند البیت إذ وضعا

অর্থাৎ

"আপনি সেই আলী যিনি হয়েছেন উন্নীত সর্বোচ্চ মর্যাদার আসনে

কারণ , তিনি মক্কার কেন্দ্রস্থলে বাইতুল্লাহয় ভূমিষ্ঠ হয়েছিলেন । " - এ পংক্তিটির ব্যাখ্যায় লিখেছেন :

পবিত্র কাবাঘরে হযরত আমীরের ( আলী - আ:- ) জন্ম গ্রহণের বিষয়টি বিশ্বে খ্যাতি ও প্রসিদ্ধি লাভ করেছে এবং শিয়া ও সুন্নী মাযহাবের গ্রন্থ সমূহে উল্লেখিত হয়েছে । পবিত্র কাবায় হযরত আলী ( আ: ) - এর জন্মগ্রহণ যেমন

খ্যাতি লাভ করেছে ঠিক তেমনি পবিত্র কা'বায় অন্য কোনো ব্যক্তির

জন্ম গ্রহণ প্রসিদ্ধ হয় নি ও খ্যাতি লাভ করে নি । বরং খানায়ে কাবায় আলী ( আ:) ব্যতীত অন্য কারো জন্ম গ্রহণের ব্যাপারে মুসলিম উম্মাহর ঐকমত্য ( ইত্তিফাক اتّفاق ) প্রতিষ্ঠিত হয় নি । যে পবিত্র স্থানটি ( অর্থাৎ পবিত্র কা'বা বা বাইতুল্লাহ ) মুমিনদের কিবলা সেখানে অর্থাৎ পবিত্র কা'বায় ইমামদের ইমাম ( ইমামুল আয়িম্মাহ ) হযরত আলীর ( আ: ) ভূমিষ্ঠ হওয়ার বিষয়টা কতই না যথার্থ ও উপযুক্ত ! মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি  যিনি সকল বস্তু নিচয়কে সেগুলোর যথাস্থানে স্থাপন করেছেন এবং তিনি (মহান আল্লাহ) সর্বোত্তম বিচারক ও আদেশ দাতা ।

আল্লামাহ্ আলূসী উক্ত গ্রন্থের ৭৫ পৃষ্ঠায় বলেছেন :

আর বলা হয়েছে : হযরত আলী ( আ :) যেহেতু পবিত্র কাবার অভ্যন্তরে ভূমিষ্ঠ হয়েছিলেন সেহেতু তিনি চাইতেন পবিত্র কাবায় স্থাপিত প্রতিমা সমূহ অপসারিত করে এ পবিত্র গৃহকে সাহায্য করতে । কারণ কতিপয় রেওয়ায়তে

বর্ণিত হয়েছে যে পবিত্র কাবা  তার চারপাশে  মূর্ত্যি

পূজা অনুষ্ঠিত হওয়ার জন্য মহান আল্লাহর কাছে অভিযোগ করে বলত : হে রব , আর কতকাল আমার চার পাশে এ সব মূর্ত্যি ও প্রতিমা পূজিত হবে ? আর মহান আল্লাহ পাকও মূর্ত্যি পূজা থেকে পবিত্র কা'বাকে মুক্ত করার ওয়াদা ( প্রতিশ্রুতি ) দেন ।

১৩ রজব পবিত্র কা'বার অভ্যন্তরে হযরত আলী ( আ:) জন্মগ্রহণের এ মহা ঘটনা আজ মুসলিম উম্মাহর এক বিরাট অংশের কাছে বিস্মৃত প্রায় ।

আজ ১৩ রজবের এ মহা ঘটনা আমরা সবাইকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করার আহ্বান জানাব এবং এ মহা ঘটনার অন্তর্নিহিত হেকমত ( তত্ত্ব ও দর্শন ) অনুধাবন করার চেষ্টা করব ।

কাবা মুমিনদের কিবলা ও কাবার কিবলা মওলা আলী

আর সে কারণেই মুমিনদের নেতা ও তৌহিদপন্থীদের মওলা আলী।

কাবা গৃহে জন্ম গ্রহণ করলেন আলী

সুবহানাল্লাহ বিশ্ব স্রষ্টার গৃহে জন্মগ্রহণ কতই না যথার্থ ও সংগত

ঐ নবজাতকের জন্য যিনি ইমামদের ইমাম ও মুমিনদের সর্বাধিনায়ক!

তাঁর শুভাগমণে কাবা হর্ষোৎফুল্ল ও প্রফুল্ল

প্রতিমা বিগ্রহের পূজা - অর্চনায় ক্রন্দসী কাবার মুখে আজ ফুটেছে হাঁসি

এসে গেছেন মহান স্রষ্টার পক্ষ থেকে কাবার ত্রাণকর্তা

যিনি নবীদের নেতা মুহাম্মাদ মুস্তাফার প্রতিনিধি , ওয়াসী উত্তরাধিকারী

করলেন নূরনবীর ফরমানে মূর্তিসমূহ ধ্বংস কাবাকে করলেন প্রতিমা মুক্ত

তাই কাবা সর্বদা কৃতজ্ঞ আছে

মুস্তাফা ও মুর্তাযার কাছে ।

আর এ কারণেই কাবার মওলূদের ( নবজাতক ) মীলাদ ( জন্ম ) চির স্মরণীয় অবিস্মরণীয়।

 

১৩ রজব মীলাদে মুর্তাযা আলী মুবারক  মুবারক।।

আজ ১৩ রজবের মহা বরকতময় রজনী ইমামুল আয়িম্মাহ (ইমামদের ইমাম) আমীরুল মু'মিনীন মওলাল মুওয়াহ্হিদীন ওয়াল মুত্তাকীন সাইয়েদুল ওয়াসীয়ীন আসাদুল্লাহিল গালিব হযরত আলী ইবনে আবী তালিব (আ :) এর শুভ জন্মদিনের রাত উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা , অভিনন্দন ও মুবারক বাদ । আজ পবিত্র খানা - ই  কা'বার অভ্যন্তরে  ইমাম আলী ( আ :) - এর এ ধরনীতে আগমনে স্বয়ং কা'বা ধন্য ও আলোকিত । কারণ কা'বায় এসেছেন কা'বায় স্থাপিত প্রতিমা সমূহ ধ্বংস কারী আলী যিনি মহানবীর (সা) ভ্রাতা , সাহায্যকারী  ( ওয়াযীর ) ও জানশীন ( স্থলাভিষিক্ত ) উত্তরাধিকারী খলীফা । এ জাহানে আজ শত্রু নিধন কারী মহাবীর আলী হায়দার- ই কার্রারের শুভাগমণের দিন । এ শুভ দিন ও মওলূদ -ই কা'বার ( কা'বার নবজাতক ) উসীলায় মহান আল্লাহ পাক ইরান সহ মুসলিম বিশ্বকে উন্নতি , সমৃদ্ধি ও প্রগতি দান করুন এবং সকল বিপদাপদ বালা মুসিবত বিশেষ করে কোরোনার ওয়াবা ( মহামারী ) বিদূরিত এবং রহমত ও মঙ্গলের ছায়া বিস্তার করে দিন ।

লেখক: ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওলায় মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

 
 
captcha