IQNA

ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব

20:35 - March 28, 2022
সংবাদ: 3471625
তেহরান (ইকনা): জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, তিনি সংস্থাটির ত্রাণ সহায়তার প্রধান মার্টিন গ্রিফিথসকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ইউক্রেনে মানবিক যুদ্ধবিরতির সম্ভাব্যতা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। 
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গুতেরেস বলেন, এক মাস আগে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অযথা হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে, ১০ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধ অপরিহার্য অবকাঠামোগুলো ক্রমাগত ধ্বংস করেছে এবং বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির মূল্য আকাশচুম্বী করে তুলেছে। এসব অবশ্যই বন্ধ করতে হবে। তবে এটা স্পষ্ট করা দরকার যে, এই মানবিক দুর্দশার সমাধান মানবিক নয়, এটা রাজনৈতিক। সোমবার এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 
 
তিনি বলেন, আমি তাই জাতিসংঘ সনদের ভিত্তিতে শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতার অগ্রগতি ঘটাতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।
 
গুতেরেস বলেন, যুদ্ধবিরতি প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছাতে এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে চলাফেরার সুযোগ দেবে। এটা জীবন রক্ষা করবে, দুর্দশাকে প্রতিরোধ করবে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেবে।  iqna
captcha