IQNA

ফিতরার পরিমাণ ঘোষণা করল আয়াতুল্লাহ সিস্তানির দপ্তর

4:17 - April 27, 2022
সংবাদ: 3471769
তেহরান (ইকনা): ইরাকের শীর্ষ শিয়া আলেম গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী আল-সিস্তানি (হাফিজাহুল্লাহ) দপ্তরের পক্ষ থেকে ১৪৪৩ হিজরি সানের জাকাতুল ফিতরার পরিমাণ ঘোষণা করা হয়েছে।
গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী আল-সিস্তানি (হাফিজাহুল্লাহ) দপ্তরের ঘোষণা মতে, প্রত্যেক মুসলমানের জন্য তাদের প্রধান খাদ্যের উপর ভিত্তি করে ৩ কেজি জাকাতুল ফিতরা প্রদান করতে হবে। সেই হিসেবে ইরানে বসবাসরত যেসকল মুসলমানদের প্রধান খাদ্য আটা তাদের ৪০ হাজার তুমান করে জাকাতুল ফিতরা প্রদান করতে হবে এবং যাদের প্রধান খাদ্য ইরানী চাল তাদের ২২৫ তুমান করে জাকাতুল ফিতরা প্রদান করতে হবে। এছাড়াও যারা বিদেশী চাল খেয়ে থাকেন তাদের ৬০ হাজার তুমান করে জাকাতুল ফিতর প্রদান করতে হবে।
 
বলাবাহুল্য যে, বাংলাদেশ এবং ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত যেসকল মুসলমানেরা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী আল-সিস্তানির (হাফিজাহুল্লাহ) মুকাল্লিদ, তারা জাকাতুল ফিরতা বাবদ নিজেদের প্রধান খাদ্যের (গম অথবা যব অথবা খেজুর অথবা কিশমিশ অথবা চাল অথবা ভুট্টাসহ এ জাতীয় খাদ্যদ্রব্য) তিন কেজি অথবা তার সম পরিমাণ অর্থ যোগ্য প্রাপ্যকে প্রদান করতে পারবেন। iqna

 

captcha