IQNA

মহানবী (সা.) -কে অবমাননার প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ, নিহত ২

5:04 - June 12, 2022
সংবাদ: 3471974
তেহরান (ইকনা): মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ করেছে মুসলিমরা। 

শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর দিল্লি, হায়দ্রাবাদ, উত্তর প্রদেশ, কাশ্মীর, পশ্চিমবঙ্গের বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। রাঁচিতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ২ জন মারা গেছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। 

 

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর ভারতের দিল্লির জামে মসজিদ প্রাঙ্গণে ব্যাপক বিক্ষোভ হয়। এসময় মন্তব্যের কারণে বরখাস্ত বিজেপির মুখপাত্র নূপুর শর্মা, দলটির দিল্লি শাখার বহিষ্কৃত গণমাধ্যম প্রধান নাভিন জিন্দালের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

 

ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ স্থায়ী হয়। জামে মসজিদের শাহী ইমাম জানান, তারা বিক্ষোভ ডাকেননি। কারা বিক্ষোভ শুরু করেছে তাও জানেন না। নামাজের পর কয়েকজন স্লোগান দিলে হাজারো মানুষ জড়ো হয়। কিছুক্ষণে মধ্যে তাদের সরিয়ে দেয়া হয় বলেও জানান তিনি।

 

এদিকে উত্তর প্রদেশের সাহরানপুর, মোরাদাবাদ, প্রয়াগরাজ রাজ্যের বিভিন্ন শহরে এদিন বিক্ষোভ হয়। বন্ধ করে দেয়া হয় রাস্তাঘাট, দোকানপাট। 

 

প্রয়াগরাজে ইটপাটকেল ছোঁড়ার ঘটনা ঘটে। ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন চালায় পুলিশ।

 

লখনৌর কানপুর, ফিরোজাবাদসহ বিভিন্ন শহরে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। গত সপ্তাহে বিতর্কিত ওই মন্তব্যের প্রতিবাদে কানপুরের বিক্ষোভে সংঘাতে অন্তত ৪০ জন আহত হয়।

 

বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতার পার্ক সার্কাস, হাওড়া, হায়দ্রাবাদের চার মিনার, লুধিয়ানা, আহমেদাবাদ, নভি মুম্বাইসহ বিভিন্ন শহরেও। শ্রীনগরে গণবিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ।

 

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে মন্দিরের কাছে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে কয়েকজন পুলিশ আহত হয়। পরে ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ।

 

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ দুই প্রতিনিধির মানহানিকর বক্তব্যে দেশে-বিদেশে ব্যাপক প্রতিবাদের মুখে পড়েছে নয়াদিল্লী। ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ভারতের নিন্দা জানিয়েছে অন্তত ২০টি রাষ্ট্র। iqna

captcha