IQNA

১৭০ দেশের শিক্ষার্থী নিয়ে গিনেস বুকে মদিনা বিশ্ববিদ্যালয়

18:45 - June 12, 2022
সংবাদ: 3471978
তেহরান (ইকনা): সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়কে আবারও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রেণিকক্ষে বিভিন্ন দেশ ও জাতির শিক্ষার্থীর উপস্থিতির দিক থেকে এ রেকর্ড অর্জন করে বিশ্বের অন্যতম এই বিশ্ববিদ্যালয়। এর আগে ২০১৭ সালেও এই রেকর্ড অর্জন করেছিল বিশ্ববিদ্যালয়টি। 
গত বুধবার (৮ জুন) মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. মামদুহ বিন সাউদ বিন সানয়ান আলে সাউদকে নতুন করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকডর্সের সম্মাননা সনদ তুলে দেন সংস্থাটির পক্ষ থেকে অধ্যাপক তালাল উমর।
 
 
সারা বিশ্বে মধ্যপন্থা, সহাবস্থান ও শান্তি-সম্প্রীতিবোধ প্রসারে এর শিক্ষার্থীরা বিশেষ ভূমিকা পালন করছেন বলে মনে করা হয়। প্রতিবছর সৌদি সরকারের শিক্ষাবৃত্তি নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন বিশ্বের নানা দেশের জ্ঞানপিপাসু শিক্ষার্থীরা। শিক্ষা, আবাসন ও যানবাহনের পুরো ব্যয় বহন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
১৯৬২ সালের ৬ সেপ্টেম্বর মোতাবেক ১৩৮১ হিজরির ২৫ রবিউল আউয়াল সৌদি বাদশাহ সাউদ বিন আবদুল আজিজের রাজকীয় নির্দেশনায় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সারা বিশ্বে ইসলামী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করছে বিশ্ববিদ্যালয়টি। ইসলামী শরিয়াহ, দাওয়াহ, কোরআন, হাদিস ও আরবি বিভাগের পাশাপাশি ২০০৯ সালে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টি খোলা হয়। এসব বিভাগে ১৭০টির বেশি দেশের ২০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। বিশ্বের ৫০টির বেশি ভাষাভাষী শিক্ষার্থীদের বিচিত্র সংস্কৃতির মিলনমেলা এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
 
সূত্র : আল রিয়াদ ডটকম
captcha