IQNA

হায়দরাবাদে ডায়ালিসিস সেন্টার করতে জায়গা দিল মসজিদ

16:29 - July 23, 2022
সংবাদ: 3472161
তেহরান (ইকনা): একটি পূর্ণাঙ্গ হেমোডায়ালিসিস সেন্টার প্রতিষ্ঠার জন্য জায়গা ছেড়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতের হায়দরাবাদের একটি মসজিদ। শহরের লঙ্গর হাউস এলাকায় অবস্থিত মসজিদটির নাম ‘মসজিদে মুহাম্মাদিয়া’। 
মসজিদে স্থাপিত ডায়ালিসিস সেন্টারে প্রধানত সমাজের দরিদ্র শ্রেণির লোকেরা ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিনা মূল্যে সেবা লাভ করে থাকে। ডায়ালিসিস সেন্টারটি স্থাপনে সহায়তা করেছে বেসরকারি সাহায্য সংস্থা ‘হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন’ ও ‘সিড ইউএস’।
 
এরই মধ্যে সেন্টারে ফ্রেসেনিয়াস ব্র্যান্ডের অত্যাধুনিক পাঁচটি মেশিন স্থাপন করা হয়েছে। পরবর্তী তিন মাসে আরো পাঁচটি মেশিন স্থাপন করা হবে। বিনা মূল্যে ডায়ালিসিস সেবা পেতে রোগীকে আগেই রেজিস্ট্রেশন করতে হবে।
 
ডায়ালিসিস সেন্টারটির পরিচালনা করছেন ডা. শোয়াইব আলী খান। তিনি ভারতের শীর্ষ নেফ্রোলজিস্ট কনসালট্যান্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট সার্জনদের একজন। রোগীরা এখানে বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার সঙ্গে সঙ্গে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অ্যাম্বুল্যান্স সেবাও পাবেন। সিড-এর মাজহার হুসাইনি বলেন, ‘ডায়ালিসিস সেন্টার প্রতিষ্ঠায় আমরা ৪৫ লাখ রুপি খরচ করেছি এবং হেল্পিং হ্যান্ড প্রতি মাসে দুই লাখ টাকা সংগ্রহ করবে। ’
 
সূত্র : দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
ট্যাগ্সসমূহ: ইকনা ، মসজিদ ، রুপ ، ভারত ، মাজহার
captcha