IQNA

আল্লাহর সঙ্গে ব্যবসা, সবচেয়ে লাভজনক ব্যবসা

12:09 - August 23, 2022
সংবাদ: 3472339
তেহরান (ইকনা): যেহেতু এই পৃথিবীতে মানুষের সুযোগ খুব কম, তাই সে সর্বদা ব্যবসা এবং অন্যান্য কাজে সর্বোত্তম এবং সবচেয়ে লাভজনক উপায় বেছে নেওয়ার চেষ্টা করে। পবিত্র কুরআনে ব্যবসা এবং আল্লাহর সাথে লেনদেনকে সবচেয়ে লাভজনক ব্যবসা হিসেবে প্রবর্তন করা হয়েছে।
মানুষের দুই ধরনের ব্যবসা থাকতে পারে, যার মধ্যে রয়েছে একে অপরের সাথে বস্তুগত ব্যবসা এবং মহান আল্লাহ সাথে আধ্যাত্মিক ব্যবসা; আধ্যাত্মিক ব্যবসায়, একজন ব্যক্তি আল্লাহর পথে অর্থ ব্যয় করে বা ধার দেয়, যার ফল শুধুমাত্র পরকালেই নয়, বরং এই দুনিয়াতেও তার সম্পদের বৃদ্ধি হয় এবং কয়েকগুণ বৃদ্ধি পায়। অতএব, মানুষের মনে করা উচিত নয় যে সে আল্লাহর সাথে ব্যবসায় হেরে গেছে। যদিও প্রথম দিকে বাহ্যিকভাবে এটাই বোঝা যায়, কিন্তু প্রকৃত পক্ষে এমনটি নয়।
আর্থিক ব্যয়ের ক্ষেত্রে আল্লাহ সাথে ব্যবসা হল ক্ষতিবিহীন এবং অন্তহীন একটি ব্যবসা, যার প্রভাব এবং নেয়ামত সর্বদা থাকবে। এ ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন:
 
إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورَ
নিশ্চয় যারা আল্লাহর গ্রন্থ আবৃত্তি করে এবং নামায প্রতিষ্ঠা করে এবং আমরা তাদের জীবিকাস্বরূপ যা দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন ব্যবসায়ের প্রত্যাশী যাতে কোন বিনাশ নেই।
সূরা ফাতির, আয়াত: ২৯।
আল্লাহর পথে প্রচেষ্টার দৃশ্যে অর্থ ও জীবন ব্যয় করে আল্লাহর পথে ব্যবসা করাও এমন একটি ব্যবসা যা মানুষকে দুনিয়া ও আখিরাতের আযাব থেকে রক্ষা করে বেহেশত ও অনন্ত সুখের দিকে নিয়ে যায়।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
(১০) হে বিশ্বাসিগণ! আমি কি তোমাদের এমন এক ব্যবসায়ের সংবাদ দিব যা তোমাদের বেদনাদায়ক শাস্তি হতে রক্ষা করবে। (১১) (তা এই যে,) তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর এবং তোমাদের ধন-সম্পদ ও তোমাদের জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ কর; এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জান (ও উপলব্ধি কর)! (১২) তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন এবং তোমাদের এমন উদ্যানসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত এবং পবিত্র গৃহসমূহে চিরস্থায়ী উদ্যানসমূহের মধ্যে। এটাই মহাসাফল্য।
সূরা সাফ্ফ, আয়াত: ১০ -১২। 

 

captcha