IQNA

মদিনায় নতুন প্রকল্প, ওমরাহ পালনের সুযোগ তিন কোটি লোকের

11:39 - August 26, 2022
সংবাদ: 3472353
তেহরান (ইকনা):হজ ও ওমরাহ যাত্রীদের সেবার মান বৃদ্ধিতে নতুন-নতুন প্রকল্প শুরু করছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে মদিনার পবিত্র মসজিদে নববির পশ্চিমে ‘রুওয়া আল মদিনা প্রকেল্প’ এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।  ১৫ লাখ বর্গমিটারের এ প্রকল্পটি সৌদি সরকারের মাস্টার প্ল্যানের অন্যতম। এতে প্রায় তিন কোটি মুসল্লির ওমরাহ পালনের আয়োজন করা যাবে বলে জানিয়েছে সৌদি বার্তা সংস্থা।
গত বুধবার (২৪ আগস্ট) সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন।  
 
আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদি ভিশন ২০৩০ পূরণের লক্ষ্যে গৃহীত প্রকল্প চালু হয়। সৌদির অর্থনৈতিক অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিল ও সরকারি বিনিয়োগ তহবিল (পিআইএফ) এর তত্ত্বাবধানে তা বাস্তবায়ন করা হচ্ছে। ‘রুওয়া আল মদিনাহ হোল্ডিং কম্পানি’ নামের প্রতিষ্ঠানটি মদিনার নগরীর উন্নয়ন, পরিচালনা ও রিয়েল এস্টেট বিনিয়োগ নিয়ে কাজ করে।  
 
খবরে আরো জানা যায়, পবিত্র মদিনার প্রতি সৌদি সরকারে ক্রমাগত সমর্থনের ইঙ্গিত হিসাবে প্রকল্পটি সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ডে বাস্তবায়িত হবে। আধুনিক ইসলাম ও সাংস্কৃতিক অবকাঠামোগত সুসংহত করতে এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় থাকবে বিলাসবহুল সুবিধাসহ ৪৭ হাজার হোটেল রুম। ১৫ লাখ বর্গমিটার ভূমির ৬৩ ভাগ হবে উন্মুক্ত ও সবুজ। এতে ৯টি বাস স্টপ, ১টি মেট্রো স্টেশন, স্ব-চালিত যানবাহনের ট্র্যাক ও আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ সুবিধা থাকবে।  
 
এখান থেকে খুব সহজেই মসজিদ, পাশ্ববর্তী আবাসিক ও বাণিজ্যিক কেন্দ্রে যাওয়া যাবে। মহানবী মুহাম্মদ (সা.) ও সাহাবিদের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এ প্রকল্পের অন্তর্ভূক্ত থাকবে। মদিনার সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে প্রকল্পটি বাস্তবায়িত হবে।  
 
সূত্র : আরব নিউজ
captcha