IQNA

তুরস্কের ঐতিহাসিক তাকসিম মসজিদে হাফেজদের সংবর্ধনা

0:02 - September 01, 2022
সংবাদ: 3472386
তেহরান (ইকনা): তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত তাকসিম মসজিদ পরিচালিত হিফজ ইনস্টিটিউটে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।
গতকাল রবিবার (২৯ আগস্ট) মসজিদে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ৩১ শিক্ষার্থীকে এ সম্মাননা সনদ দেওয়া হয়। এর আগে তারা দেশটির ধর্ম অধিদপ্তরের কেন্দ্রীয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি সূত্রে এ তথ্য জানা যায়।
 
তাকসিম মসজিদ পরিচালিত হিফজ ইনস্টিটিউটের পরিচালক রজব জেনিক বলেন, শিক্ষার্থীদের কোরআন হিফজ সম্পন্ন হওয়ায় আমাদের সব প্রচেষ্টা সফল হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন আমাদের শিক্ষার্থীরা। এদিকে ধর্ম অধিদপ্তরের হিফজ বিভাগের প্রধান ইবরাহিম ইয়ালমাজ জানান, তুরস্কে প্রতিবছর ১২ হাজারের বেশি লোক পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। এরপর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁদের সনদ দেওয়া হয়।
 
উল্লেখ্য, গত ২৮ মে জুমার নামাজের মাধ্যমে তাকসিম স্কয়ারের মসজিদটি উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। ২৬ হাজার ৭১৬ বর্গ ফুট আয়োতনের এ মসজিদে একসঙ্গে চার হাজারের বেশি মুসল্লি নামাজ পড়তে পারেন। ইস্তাম্বুলের ব্যস্ততম এই স্থানে নির্মিত মসজিদটি ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপত্যের অনন্য সংযোজন বলে মনে করা হয়। সর্বপ্রথম ১৯৫০ সালে মসজিদটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় তা বন্ধ হয়ে যায়। অবশেষে ১৭ ফেব্রুয়ারি ২০১৭ মসজিদের নির্মাণকাজ শুরু হয় এবং চার বছরে তা শেষ হয়।

 

captcha