IQNA

নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত চার

20:25 - September 05, 2022
সংবাদ: 3472409
তেহরান (ইকনা): নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি মসজিদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় চারজন নিহত ও বহু আহত হয়েছেন।


শুক্রবার ২য় সেপ্টেম্বর সন্ত্রাসীরা এই নৃশংস হামলা চালিয়েছে। শুক্রবার ফজরের নামাজের পর ২০ সন্ত্রাসীর একটি দল এই হামলা চালায়। সন্ত্রাসী মুসল্লিদের লক্ষ্য করে গুলি চালায়।
হামলার পরে সন্ত্রাসীরা ওই এলাকায় বেশ কিছু গবাদি পশু ও খাদ্যসামগ্রী লুট করে এবং রাজ্যের এনগুলদে এলাকায় দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এই অঞ্চলের প্রতিনিধি "হুন বিলিয়ামিনো ওমর" রবিবার এই হামলার খবর ঘোষণা করেন। ওমর বলেন: "বোকো হারামের সন্ত্রাসীদের সাম্প্রতিক জঘন্য হামলার জন্য আমি আমার সমস্ত ভোটারদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।"
বোর্নো রাজ্যের উপপ্রধান "আব্দুল্লাহি আসকিরা" এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:
বিদ্রোহীরা, যাদের সংখ্যা ছিল প্রায় ২০ জন, তারা সকাল সাড়ে ৬টার দিকে মসজিদে হামলা চালায়। তাদের গুলিতে মসজিদের ইমামসহ তিনজন নিহত হন।
গত শুক্রবার, সশস্ত্ররা নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে জামফারা রাজ্যের একটি মসজিদে জুমার নামাজে অংশ নেওয়া বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 4083331

captcha