IQNA

সত্য বোঝার জন্য একটি গুরুতর বাধা সাম্প্রদায়িকতা

0:09 - September 16, 2022
সংবাদ: 3472470
তেহরান (ইকনা): সাম্প্রদায়িকতা এবং একগুঁয়েমি এমন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে যেটি যদি একজন ব্যক্তির মধ্যে থাকে তবে সে কখনই সত্যে পৌঁছাতে পারবে না এবং সর্বদা নিজের আচরণ বা চিন্তাভাবনার উপর জোর দেবে। 

নিঃসন্দেহে, মহান আল্লাহর ইবাদতের সবচেয়ে মৌলিক ভিত্তি হল সত্যের সামনে আত্মসমর্পণ এবং নম্রতা পোষণ করা। আর এর বিপরীতে অর্থাৎ সমৃদ্ধ ও সুখ হতে বঞ্চিত হওয়ার কারণ হলো যেকোনো ধরনের কুসংস্কার ও হঠকারিতা সত্য থেকে দূরে থাকা।
 
অসহিষ্ণুতা বা সাম্প্রদায়িকতা মানে "কোন কিছুর উপর অযৌক্তিক নির্ভরতা" যে পরিমাণে একজন ব্যক্তি তার জন্য অধিকার ত্যাগ করে এবং একগুঁয়ে মানে এমনভাবে কিছু করার জন্য জোর দেওয়া যা যুক্তি এবং বিবেককে লঙ্ঘন করে। ইতিহাস জুড়ে, জাতি ও জাতির অসহিষ্ণুতা ও পথভ্রষ্টটার অন্যতম প্রধান কারণ হল কুসংস্কার, হঠকারিতা এবং অন্ধ অনুকরণ। কুসংস্কারাচ্ছন্ন চিন্তা-চেতনা ও পরিকল্পনার উপর তাদের প্রবল নির্ভরশীলতার কারণে এবং তাদের একগুঁয়েমি ও জেদের কারণে তারা তাদের পূর্বপুরুষদের অন্ধভাবে অনুসরণ করতে থাকে এবং এভাবেই ভিত্তিহীন কুসংস্কার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যায়। আর এজন্যই তাদেরকে পথ দেখানোর জন্য নবীদের প্রচেষ্টা সফল হয়নি।
ইতিহাস হতে যে বিষয়গুলো উল্লেখ করা যেতে পারে তার মধ্যে একটি হল হযরত নূহ (আ.)-এর কাহিনী। এই নবীর যুগের মূর্তিপূজকরা এতই একগুঁয়ে এবং ধর্মান্ধ ছিল যে তারা তাঁর কণ্ঠস্বর শুনতেও ভয় পেত, যেমনটি নূহ (আ.)-এর ভাষার এই আয়াতে  প্রকাশ করা হয়:
وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا
আমি যখনই তাদের আহ্বান করেছি যাতে তুমি তাদের ক্ষমা কর, কিন্তু তারা তাদের কানে অংগুলী দিয়েছি এবং নিজেদের পোশাক মস্তক আবৃত করেছে এবং (তাদের কথায়) একগুঁয়েমি করেছে ও অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করেছে।
সূরা নূহ, আয়াত: ৭। 
একগুঁয়েমি এবং এ ধরণের ধারণা এবং মতামতের উপর জেদ, যুক্তি এবং হৃদয়ের পথ যা চিন্তা ও আবেগের কেন্দ্র বন্ধ করে দেয়; এই ক্ষেত্রে, কান বা চোখ উভয়েরই সত্য বোঝার ক্ষমতা থাকবে না। এ বিষয়ে পবিত্র কুরআনে এইভাবে বর্ণনা করা হয়েছে: 
صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ
 (প্রকৃতপক্ষে) তারা (অবিশ্বাসীরা) বধির, বোবা ও অন্ধ, এজন্য তারা বিচার-বুদ্ধি ব্যবহার করে না।
 
উল্লেখ্য যে, সাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িকতা (ইংরেজি: Communalism) হচ্ছে এক ধরনের মনোভাব। কোন ব্যক্তির মনোভাবকে তখনই সাম্প্রদায়িক বলে আখ্যা দেওয়া হয় যখন সে এক বিশেষ ধর্মীয় সম্প্রদায়ভুক্তির ভিত্তিতে অন্য এক ধর্মীয় সম্প্রদায় এবং তার অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধচারণ এবং ক্ষতিসাধন করতে প্রস্তুত থাকে।
 
 
captcha