IQNA

প্রেসিডেন্ট রায়িসি;

সন্ত্রাসী হামলায় জড়িতদের উপযুক্ত জবাব দেয়া হবে

15:15 - October 27, 2022
সংবাদ: 3472718
তেহরান (ইকনা): ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিরাজ শহরের শাহ চেরাগ মাজারে বুধবারের সন্ত্রাসী হামলায় জড়িতদের কঠোর জবাব দেয়া হবে।
তিনি বুধবার সন্ধ্যার হামলার পর রাতে এক বক্তব্যে বলেন, “এই জঘন্য কাজের অবশ্যই জবাব দেয়া হবে। দেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বাহিনী এই জঘন্য অপরাধের মূল কারণ চিহ্নিত করে এর পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদেরকে একটি নিষ্পত্তিমূলক জবাব দেবে।”
 
রায়িসি বলেন, অভিজ্ঞতায় দেখা যায়, ইরানের শত্রুরা এদেশের অগ্রগতি প্রতিহত করার ব্যাপারে হতাশ হয়ে এবং ইরানি জনগণের ঐক্যে ফাটল ধরাতে ব্যর্থ হয়ে সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে প্রতিশোধ নেয়ার চেষ্টা চালায়। ইরানের প্রেসিডেন্ট
 
শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানান।  
 
এছাড়া, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি বলেছেন, বুধবারের সন্ত্রাসী হামলা শত্রুদের জটিল প্রকৃতির স্বরূপ উন্মোচন করেছে যারা তাদের পাশবিকতা চরিতার্থ করার ক্ষেত্রে কোনো সীমা-পরিসীমা মানে না বরং নিরীহ বেসামরিক নাগরিকদের প্রাণ কেড়ে নেয়। তিনিও হামলাকারী ও এর পেছনে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার প্রত্যয় জানান।
 
বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগ মুহূর্তে শাহ চেরাগ মাজারে একজন বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে অন্তত ১৫ জন শহীদ ও ৪০ জনের বেশি লোক আহত হন। হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন। কালাশনিকভ রাইফেল নিয়ে হামলাকারী ব্যক্তিকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। নূর নিউজ জানিয়েছে, আটক ব্যক্তি একজন বিদেশি নাগরিক। তবে তার জাতীয়তা প্রকাশ করা হয়নি।
captcha