IQNA

তুরস্কে সুইস দম্পতির ইসলাম গ্রহণ

0:02 - October 30, 2022
সংবাদ: 3472734
তেহরান (ইকনা): তুরস্কের মুগলা প্রদেশে আযানের সুমধুর ধ্বনী শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক সুইস দম্পতি।

মোঘলা প্রদেশের ফেথিয়ে অঞ্চলে বসবাসকারী এই সুইস দম্পতি আযান সুমধুর ধ্বনী শুনে এবং এর দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
জিন-পিয়ের কার্ন, একজন সফ্টওয়্যার প্রকৌশলী, এবং তার স্ত্রী, ফারকাজ গ্যাব্রিয়েল বার্থ, যিনি কোকবেইনের নিকটে বসবাস করেন। এই দম্পতি তাদের আযান ধ্বনী শোনার অভিজ্ঞতা এবং তাদের ইসলামে ধর্মান্তরিত হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।
প্রায় পাঁচ বছর ধরে এই এলাকায় বসবাসকারী এই দম্পতি বলেছেন, তারা প্রতিবেশীদের নামাজ ও ইবাদতের শব্দের মাধ্যমে প্রভাবিত হয়েছেন।
এই দম্পতি মুসলমান হয়ে জন্মগ্রহণ করার আগ্রহ পোষণ করে বলেছেন: যখন আমরা ইসলামকে দেখেছি, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা কে এবং আমরা আমাদের বাকি জীবন মুসলমান হিসাবে কাটাতে চাই।
কামিল আকতাইয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই দম্পতির ইসলাম ধর্ম গ্রহণের অনুষ্ঠানে ফেতিয়ে অঞ্চলের মুফতি এবং কিছু আলেমের উপস্থিতে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করা হয় এবং তারপরে সুইস দম্পতি তাদের শাহাদাতাইন পাঠ করেন।

captcha