IQNA

কুরআনের সূরাসমূহ / ৩৮

সূরা "সাদ"-এ আল্লাহর আদেশের প্রতি শয়তানের অবাধ্যতার কারণ বর্ণিত হয়েছে

20:41 - November 01, 2022
সংবাদ: 3472742
তেহরান (ইকনা): ঐতিহাসিক ও ধর্মীয় সূত্রে বলা হয়েছে যে, শয়তান ছিল মহান আল্লাহর বিশেষ বান্দাদের একজন। যে বান্দা বছরের পর বছর ধরে মহান আল্লাহ ইবাদত করেছে, কিন্তু শুধুমাত্র এক অবাধ্যতার কারণে সে বিতাড়িত এবং অভিশপ্ত সত্তায় পরিণত হয়েছে।
পবিত্র কুরআনের আটত্রিশতম সূরা’র নাম “সূরা সাদ”। ৮৮টি আয়াত বিশিষ্ট এই সূরাটি ২৩ তম পারায় অবস্থিত।  মক্কায় অবতীর্ণ হওয়ার কারণে এই সূরাকে মাক্কী সূরা বালা হয় এবং নাযিলের ক্রমানুসারে ৩৮তম সূরা যা প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.)এর উপর নাযিল হয়েছে।
এই সূরাটির শুরুতে " ص" অক্ষর থাকার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে "সাদ"।
এই সূরাটি ইসলামের নবী (সা.) কর্তৃক তৌহিদ বা একেশ্বরবাদ ও ইখলাস দাওয়াত, মুশরিকদের হঠকারিতা, কতিপয় নবীর কাহিনী এবং কিয়ামতের দিবসে ধার্মিক ও দুষ্ট গোষ্ঠীর বর্ণনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইবলিসের সাথে আল্লাহর কথোপকথন এবং ইবলিসের প্রত্যাখ্যান ও অভিশাপও এই সূরায় উল্লেখ করা হয়েছে।
এই সূরার মূল বিষয় হল ইসলামের নবী (সা.) এবং একত্ববাদের প্রতি আহ্বান এবং আল্লাহ তাঁর কাছে যে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবের প্রতি আন্তরিকতা প্রকাশের কথা বলা হয়েছে।
এই সূরাটি ইসলামের নবী (সা.)-এর একেশ্বরবাদ ও নবুওয়ত এবং তাঁর বিরুদ্ধে মুশরিকদের হঠকারিতা নিয়ে শুরু হয়েছে এবং পরবর্তীতে কুরআনে চিন্তার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা এবং কুরআন সম্পর্কে মুশরিকদের কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে। এছাড়াও ৯ জন নবী, বিশেষ করে দাউদ (আ.), সুলেমান (আ.) এবং আইয়ুব (আ.) এর কাহিনী তুলে ধলা হয়েছে এবং ধার্মিক ও দুষ্ট গোষ্ঠীর পরিস্থিতি এবং কেয়ামত দিনে কাফেরদের পরিণতি বর্ণনা করা হয়েছে।
এছাড়াও, হযরত ইব্রাহিম (আ.), হযরত ইসহাক (আ.), হযরত ইয়াকুব (আ.), হযরত ইসমাইল (আ.), হযরত ইলিয়াস (আ.) এবং হযরত জুল-কেইফ (আ.) এর কথা এই সূরাতে নবী এবং আল্লাহর বিশেষ বান্দা হিসাবে উল্লেখ করা হয়েছে।
পরিশেষে হযরত আদম (আ.)কে সৃষ্টি এবং তার উচ্চ মাকাম এবং মহান আল্লাহ সকল ফেরেশতাদের হযরত আদম (আ.)কে সিজদার নির্দেশের কথা উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহর নির্দেশে সকল ফেরেশতা সিজদা করেছে কিন্তু  শয়তান সিজদা করেনি। এই বিষয়টিও এই সূরায় উল্লেখ করা হয়েছে। সিজদা না করার কারণ হচ্ছে, শয়তান বলেছিল যে, তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব, যা আগুনের তৈরি, আদমের সৃষ্টির ওপর, যা মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে।  আর এই অহংকারের কারণেই মহান আল্লাহ শয়তানকে চির বিতাড়িত করেছেন। এজন্য শয়তান কিয়ামত পর্যন্ত মানুষকে ধোঁকা দেওয়ার শপথ করেছে।
 
সংশ্লিষ্ট খবর
captcha