IQNA

মেধাতন্ত্র থেকে দূরত্বই আজকের প্রতিবাদের মূল

22:32 - November 11, 2022
সংবাদ: 3472801
তেহরান (ইকনা): তেহরানে এই সপ্তাহের জুমার নামাজের প্রথম খুতবায় হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন: আজকের অনেক সমস্যা ও প্রতিবাদ মেধাতন্ত্র থেকে আমাদের দূরত্বের কারণে। ধর্মীয় ব্যবস্থায় এই যোগ্যতা, বিশেষ করে ব্যবস্থাপনার সামষ্টিক স্তরে, দুটি নীতিতে ফিরে যায়; প্রথমটি হল তাকওয়া, আমানাতদারী, বাইতুল মাল ও মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধা এবং অপরটি হল: অন্যটি জ্ঞান এবং দক্ষতা এবং পরিচালনার ক্ষমতা।

এই সপ্তাহের জুমার নামাজ, ১১নভেম্বর, তেহরান বিশ্ববিদ্যালয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। প্রথম খুতবায় তিনি নিজেকে এবং অন্যদেরকে ঐশী তাকওয়া অবলম্বন করার পরামর্শ দিয়ে বলেন: নিঃসন্দেহে, ইসলামের মহান নবী (সা.) এবং তাঁর আহলে বাইত (আ.) যে পথ ব্যাখ্যা করেছেন, সেই পথে থাকলে দুনিয়া ও আখেরাতের সুখের নিশ্চয়তা এবং তাকওয়ার সর্বোচ্চ স্তরে অলংকৃত করা সম্ভব।
 
তেহরানের অস্থায়ী খতিব আরও বলেছেন: ইমাম আলী (আ.) এই  যে রাজনীতির সুউচ্চ ইমারত প্রতিষ্ঠা করেছিলেন তা তিনটি মূল ও কেন্দ্রীয় নীতির উপর ভিত্তি করে; যোগ্যতা, গণতন্ত্র এবং উদ্ঘাটন।
 
তিনি বলেন: মেধাবাদ হচ্ছে ধর্মীয় চিন্তার চেতনা। পবিত্র কুরআন ও রাসুল (সা.) এর ব্যবস্থাপনা ও রাজনৈতিক চিন্তা মেধাভিত্তিক ছিল। ইমাম আলী (আ.) ধর্মীয় রাজনৈতিক ব্যবস্থার শাসক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, "সবচেয়ে সক্ষম, সবচেয়ে যোগ্য, শক্তিশালী এবং সবচেয়ে যোগ্য ব্যক্তিকে ক্ষমতার পিরামিডের শীর্ষে স্থাপন করা উচিত। ধর্মীয় শাসনের ভিত্তি সম্পর্কে সঠিক বোঝার সাথে সাথে তা ব্যাখ্যা ও সংজ্ঞায়িত করে সমাজের পথ পরিচালনা করতে হবে। আলী (আ.) এই দৃষ্টিভঙ্গিতে মালিক আশতারকে বেছে নিয়েছেন।
 
হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প নিজস্ব প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ায় দেশের প্রতিরক্ষা শক্তি ও সক্ষমতা বেড়েছে।
 
এ সময় তিনি ক্ষেপণাস্ত্র শিল্প উন্নয়নে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র ইউনিটের সাবেক প্রধান শহীদ হাসান তেহরানির কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
 
আবু তোরাবিফার্দ আরও বলেন, ইরান নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা বর্তমান বিশ্বের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর বাইরে সমানভাবে চলতে সক্ষম। এটা নয়া যুগের সূচনা।
 
তিনি দেশের সব শ্রেণীর মানুষকে শত্রুর ষড়যন্ত্রের মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের সাম্রাজ্যবাদীদের অপপ্রচার ও হাইব্রিড যুদ্ধের মধ্যেও ইরানি জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারছে, কারণ ইরানের সব শ্রেণীর মানুষ সচেতন এবং তারা দেশের উন্নয়নে সদাসচেষ্ট। 4098658
 
ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব আজকের খুতবায় আরও নানা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
captcha