IQNA

দেউলিয়া হওয়ার ঝুঁকিতে উন্নয়নশীল ৫৪ দেশ

0:01 - November 12, 2022
সংবাদ: 3472804
তেহরান (ইকনা): জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বের ধনী দেশগুলো জরুরি ভিত্তিতে সহায়তা না করলে ৫০টির বেশি উন্নয়নশীল দরিদ্র দেশ  ঋণখেলাপি এবং কার্যত দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। গতকাল বৃহস্পতিবার মিসরে কপ-২৭ জলবায়ু সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আচিম স্টেইনার।
তিনি আরো বলেছেন, মুদ্রাস্ফীতি, জ্বালানিসংকট এবং ক্রমবর্ধমান সুদের হারের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দেউলিয়া হওয়ার শঙ্কায় থাকা দেশের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
 
আচিম বলেছেন, বর্তমানে আমাদের তালিকায় ৫৪টি দেশ রয়েছে (যাদের দেউলিয়া হওয়ার ঝুঁকি রয়েছে)। যদি আমরা আরো ধাক্কা খাই, সুদের হার বেড়ে যায়, ঋণ গ্রহণ আরো ব্যয়বহুল হয়ে যায়, জ্বালানির মূল্য, খাদ্যের দাম বাড়ে- তাহলে আমরা দেখব যে বিশালসংখ্যক দেশ ঋণ পরিশোধ করতে পারছে না।
 
তিনি আরো বলেন, এটা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করে। শ্রীলঙ্কার দিকে তাকান। সেখানে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা বিরাজ করছে।
 
কপ-২৭ জলবায়ু সম্মেলনে আচিম জানিয়েছেন, এ ধরনের ঝুঁকির বিষয়টি জলবায়ু সংকট মোকাবেলার ওপর মারাত্মক প্রভাব ফেলবে। এটি অবশ্যই (জলবায়ু) পদক্ষেপে সাহায্য করবে না।
সূত্র : দ্য গার্ডিয়ান
captcha