IQNA

চীনা প্রেসিডেন্টের সাম্প্রতিক অবস্থানে ইরান নাখোশ: প্রেসিডেন্ট রায়িসি

0:01 - December 14, 2022
সংবাদ: 3472987
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পশ্চিম এশিয়া সফরের সময় চীনা প্রেসিডেন্ট শি জিন পিং'র কিছু নীতি-অবস্থান ইরানি জাতি ও সরকারের কাছে আপত্তিকর।
তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী হু চুন হুয়া'র সঙ্গে বৈঠকে তিনি মঙ্গলবার এ কথা বলেন। ইরানের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চীনের উপপ্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল বর্তমানে তেহরানে অবস্থান করছেন। পার্সটুডে
 
ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, ইসলামি বিপ্লবের পর থেকে সব সময় চীন ও ইরানের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে। তবে সাম্প্রতিক পশ্চিম এশিয়া সফরের সময় কোনো কোনো বিষয়ে চীনা প্রেসিডেন্টের অবস্থান ইরানি জাতি ও সরকারের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
একইসঙ্গে তিনি চীনা প্রতিনিধিদলের ইরান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এর আগে অর্জিত সমঝোতা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
 
এ সময় চীনের উপ-প্রধানমন্ত্রী হু চুন হুয়া বলেন, তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে অত্যন্ত আগ্রহী এবং এ সংক্রান্ত কৌশলে কোনো পরিবর্তন আসবে না।
 
তিনি আরও বলেন, চীন সব সময় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান জানায় এবং স্বাধিকার রক্ষায় তেহরানের চেষ্টা-প্রচেষ্টার প্রতি সমর্থন জানায়।4106765  
 
captcha