IQNA

কোরআনের বর্ণনায় আসহাবে কাহফের গুহা

0:02 - January 24, 2023
সংবাদ: 3473222
তেহরান (ইকনা): কোরআনে মহান আল্লাহ আসহাবে কাহফের ঘটনা বর্ণনা করেছেন। যারা ঈমান রক্ষার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ তিন শতাধিক বছর তাদের ঘুমন্ত অবস্থায় রেখে দেন।
কোরআনে মহান আল্লাহ আসহাবে কাহফের ঘটনা বর্ণনা করেছেন। যারা ঈমান রক্ষার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ তিন শতাধিক বছর তাদের ঘুমন্ত অবস্থায় রেখে দেন। অতঃপর অল্প সময়ের জন্য গুহা থেকে বের হয়ে আসে এবং আল্লাহর কুদরতের সাক্ষ্য দিয়ে আবার গুহায় ফিরে যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা যখন বিচ্ছিন্ন হলে তাদের থেকে ও তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তাঁর দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন।’ (সুরা : কাহফ, আয়াত : ১৬)
 
আসহাবে কাহফের গুহা কোথায় অবস্থিত, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। বর্তমানে পাঁচ দেশের মোট আট স্থানকে আসহাবে কাহফের গুহা বলে দাবি করা হয়। দেশ পাঁচটি হলো জর্দান, আজারবাইজান, তুরস্ক, চীন ও তিউনিশিয়া। এর মধ্যে তুরস্কের সর্বাধিক চার স্থানকে আসহাবে কাহফের গুহা দাবি করা হয়। তবে ইমাম তাবারি (রহ.) আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে বর্ণনা করেন, আসহাবে কাহফের গুহা আকাবা সাগরের কাছে তথা জর্দানে অবস্থিত। (তাফসিরে তাবারি : ১৭/৬০২)
 
আটলাস ইসলামিকা অবলম্বনে
captcha