IQNA

ইহুদিবাদীদের প্রতি তেহরানের জুমা খতিবের হুঁশিয়ারি; 

অপরাধ অব্যাহত থাকলে আরও শক্তিশালী থাপ্পড় অপেক্ষায় রয়েছে

20:02 - October 13, 2023
সংবাদ: 3474489
তেহরান (ইকনা): হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ আহমদ খাতামি তেহরানে জুমার নামাজের দ্বিতীয় খুতবায় আল-আকসা তুফান অভিযানের কথা উল্লেখ করে ইহুদিবাদীদের উদ্দেশে বলেন: এ পর্যন্ত যা হয়েছে তা প্রতিরোধ ফ্রন্টের কড়া চড় মাত্র; তোমরা গাজার পানি বন্ধ করে দিয়েছ, গাজার বিদ্যুৎ কেটে দিয়েছ, ১,২০০ মানুষকে হত্যা করেছ, তোমরা যদি এই অপরাধগুলি চালিয়ে যেতে চাও, তাহলে নিশ্চিত থাক তোমাদের জন্য আরও শক্তিশারী থাপ্পড় অপেক্ষা করছে।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ আহমদ খাতামি আজ, ১৩ই অক্টোবর, তেহরানে এই সপ্তাহে জুমার নামাজের প্রথম খুতবায়, যা তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল, বলেছেন : আল্লাহর জন্য কুরআনে উল্লেখিত গুণাবলীর মধ্যে একটি হল "তিনি যা কথা দেন তা পালন করেন"। আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করেন। মহান আল্লাহর প্রদত্ত প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি হল, তিনি তাদের সাহায্য করবেন যারা তার পথের প্রতিরোধ করে এবং আল্লাহ কখনোই তাদের একা ছেড়ে যাবেন না।
 
তিনি আরও বলেন: তিনি আরো বলেন: আল্লাহ পবিত্র কুরআনে দুটি ব্যাখ্যা দিয়েছেন:  «ان الله مع الصابرین» এবং «والله مع الصابرین» পবিত্র কুরআনের আয়াত অনুসারে, «والله یحب الصابرین» "আল্লাহ ধৈর্যশীলদের ভালবাসেন" এবং আল্লাহ এই প্রিয় ব্যক্তিদের সমর্থন করেন।
 
আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান দখলদারদের জন্য একটা শক্ত চপেটাঘাত। তারা গাজায় পানি বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, শত শত মানুষকে হত্যা করছে। এই অপরাধযজ্ঞ যদি চলতে থাকে তাহলে নিশ্চিতভাবে তারা আরও শক্ত চপেটাঘাতের সম্মুখীন হবে।
 
আল-আকসা তুফান অভিযানের প্রশংসা করে তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে দখলদার ইসরাইল ২৫ বছর পূর্ণ হওয়ার আগেই নিঃশেষ হয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর এ সংক্রান্ত এক বক্তব্য উদ্ধৃত করে আয়াতুল্লাহ খাতামি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন।
 
গত ৪ এপ্রিল ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, কয়েক বছর আগে আমি বলেছি, ইহুদিবাদী ইসরাইল ২৫ বছর টিকবে না। কিন্তু তারা তাড়াহুড়ো করেছে, তারা দ্রুত গুটিয়ে ফেলতে চাইছে।
 
তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, ইহুদিবাদী দখলদারদের বিরুদ্ধে পাল্টা আঘাতের অধিকার ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের রয়েছে। তিনি বলেন, তারা ৭০ বছর ধরে নির্বিচারে ফিলিস্তিনি শিশু ও নারীদের হত্যা করছে। এ অবস্থায় ফিলিস্তিনিরা কি হাত গুটিয়ে বসে থাকবে?
 
গত শনিবার দখলদার ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনিদের অভিযানে এ পর্যন্ত ১ হাজার ৫০০ ইসরাইলি নিহত হয়েছে। ঐ অভিযানের পর থেকে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদীরা।
captcha