IQNA

আজ, ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের সবচেয়ে স্বাধীন দেশ

23:37 - February 11, 2024
সংবাদ: 3475090
ইকনা: হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমীন রায়িসি ২২ বাহমান আল্লাহর দিবসের স্মরণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বলেন যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ বিশ্বের সবচেয়ে স্বাধীন দেশ। "প্রাচ্য বা পাশ্চাত্য নয়" বার্তাটি সর্বদা ইরানী জাতির দৃষ্টি আকর্ষণ করেছে এবং ইসলামী বিপ্লবের ৪৫তম বার্ষিকীতে, এই জাতি জোর দিয়েছে যে ইরানেরই শক্তি, শক্তি, মর্যাদা এবং কর্তৃত্ব রয়েছে এবং এটি প্রাচ্য বা পশ্চিমের দ্বারা নির্দেশিত নয়।

তেহরানের আজাদী স্কোয়ারে ইসলামী বিপ্লবের বিজয়ের বার্ষিকী ২২শে বাহমানের স্মরণ অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইয়োমুল্লাহ ২২শে বাহমানের আগমনকে অভিনন্দন জানিয়ে বলেছেন: ইরানের জনগণ অপমানের পরিবর্তে মর্যাদা বেছে নিয়েছে এবং বিদেশীদের উপর দেশটির সর্বাত্মক নির্ভরতার পরিবর্তে স্বাধীনতা বেছে নিয়েছে। সারা দেশে রাজপথে মানুষ "স্বাধীন, স্বাধীনতা, ইসলামী প্রজাতন্ত্র" বলে শ্লোগান দিয়েছে। ইরানি জাতির বার্তা ছিল স্বাধীনতার বার্তা।
 
একটি দেশ যা প্রাচ্য এবং পশ্চিমের উপর নির্ভরশীল নয়, তারা স্বীকৃতি দেয় এবং নিজেরাই সিদ্ধান্ত নেয় এবং কাজ করে। "প্রাচ্য নয় বা পাশ্চাত্য নয়" বার্তাটি সর্বদা ইরানী জাতির দৃষ্টি আকর্ষণ করেছে এবং ইসলামী বিপ্লবের 45তম বার্ষিকীতে, এই জাতি গুরুত্ব দেয় যে ইরানের নিজেরই ক্ষমতা, শক্তি, মর্যাদা এবং কর্তৃত্ব রয়েছে এবং প্রাচ্য বা পশ্চিম থেকে আদেশ গ্রহণ করে না।
 
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের শত্রুরা ইরানকে অপমান ও অপদস্থ করার সব রকম প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু ইরানি জনগণ মহান আল্লাহর ওপর নির্ভর করে সেসব প্রচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে।
 
 
প্রেসিডেন্ট রায়িসি বলেন, অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে ইরান বর্তমানে উন্নতির অন্যরকম উচ্চতায় অবস্থান করছে। তিনি দখলদার ইসরাইলি সেনাদের ভয়াবহ গণহত্যার মুখে গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের অবিচলতার ভূয়সী প্রশংসা করেন। চলমান যুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
captcha