IQNA

বিপ্লবের সর্বোচ্চ নেতা: হিজবুল্লাহ জীবিত এবং ক্রমবর্ধমান

10:30 - October 26, 2024
সংবাদ: 3476253
ইকনা- ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, প্রতিরোধ ফ্রন্টের প্রিয় যুবকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় লেবাননে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান জনাব "সৈয়দ দাশিম সাফিউদ্দিন" (রেজ.) ব্যক্তিত্বকে সম্মান জানান এবং গুরুত্বারোপ করে বলেন: হিজবুল্লাহ বেঁচে আছে এবং ক্রমবর্ধমান। তার ঐতিহাসিক ভূমিকা পালন করছে।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতা সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের শাহাদাতে শোক প্রকাশ করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। একইসঙ্গে তিনি হিজবুল্লাহকে লেবাননের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী এবং ইহুদিবাদী ইসরাইলের ‘লোভের’ সামনে কঠিনতম ঢাল হিসেবে বর্ণনা করেছেন।
 
তিনি বৃহস্পতিবার হিজবুল্লাহ নেতাদের কাছে পাঠানো এক শোকবার্তায় বলেন, সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন ছিলেন হিজবুল্লাহর অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সার্বক্ষণিক সহযোগী। তার মতো নেতার প্রজ্ঞা ও সাহসের মাধ্যমেই হিজবুল্লাহ লেবাননকে বিচ্ছিন্নতা ও পতনের হুমকি থেকে রক্ষা করতে এবং দখলদার ইহুদিবাদীদের হুমকিকে সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়, যাদের নৃশংস সেনারা মাঝেমধ্যে বৈরুত পর্যন্ত আগ্রাসন চালায়।
 
হিজবুল্লাহ জীবিত ও সমৃদ্ধ রয়েছে উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনেয়ী জোর দিয়ে বলেন, ফিলিস্তিন দখলকারী অপরাধী ইহুদিবাদী চক্রের বিরুদ্ধে প্রতিরোধ  সংগ্রামে ইসলামি ইরান বরাবরের মতো আল-কুদসের যোদ্ধাদের পাশে থাকবে।
 
গত মঙ্গলবার রাতে ইহুদিবাদী ইসরাইল দাবি করে, তারা তিন সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণ শহরতলীতে এক বিমান হামলায় সাইয়্যেদ সাফিউদ্দিনকে হত্যা করেছে। এরপর বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে এই শীর্ষস্থানীয় প্রতিরোধ নেতার শাহাদাতের খবর নিশ্চিত করে।
captcha