
দখলদার কর্তৃপক্ষ আজ, শুক্রবার (১১ এপ্রিল) আল-আকসা মসজিদের খতিব শেখ মুহাম্মদ সেলিম মুহাম্মদ আলীকে এক সপ্তাহের জন্য মসজিদে প্রবেশ নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞার সময় আরও বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে।
আল-আকসা মসজিদে তার খুতবা এবং শুক্রবারের নামাজ শেষ করার পরপরই, যেখানে তিনি গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী আগ্রাসনের নিন্দা করেছেন, শেখ মুহাম্মদ সেলিমকে তাৎক্ষণিক তদন্তের জন্য জেরুজালেমের পুরাতন শহরের আল-কিশলা পুলিশ স্টেশনে তলব করা হয়েছে।
এর আগে, ইহুদিবাদীরা একই ধরণের পদক্ষেপ নিয়েছে, বিভিন্ন সময় ধরে আল-আকসা মসজিদের খতিবকে শেখ ইকরিমা সাবরিকে মসজিদে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 4275847#