
ইকনা বার্তা সংস্থার রিপোর্ট অনুযায়ী, এবং সর্বোচ্চ নেতার অফিসিয়াল ওয়েবসাইটের বরাতে জানানো হয়েছে যে, আশুরার রাত উপলক্ষে হুসেইনিয়ায় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী এবং বিভিন্ন শ্রেণির জনগণের উপস্থিতি ছিল।
এই অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম মাসউদ আলি তাঁর বক্তব্যে ইমাম হুসেইনের (আ.) আন্দোলন থেকে শিক্ষা নিয়ে জুলুমের বিরুদ্ধে স্থিতি ও প্রতিরোধের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি ইসলামি ইরানকে বৈশ্বিক প্রতিরোধ ফ্রন্টের কেন্দ্র হিসেবে চিহ্নিত করে বলেন, এই প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছেন মুসলিম উম্মাহর অভিভাবক। তিনি বিশ্ব সিয়োনিজমকে বাতিল ফ্রন্টের মূল কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, ইরানি জাতি আশুরার শিক্ষার ভিত্তিতে কখনোই বাতিল ফ্রন্টের কাছে আত্মসমর্পণ করবে না, কারণ তারা “হাইহাত মিন্না জ্জিল্লাহ” (আমরা অপমান মেনে নেব না)—এই মূলমন্ত্রকে নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করেছে।
অনুষ্ঠানের শেষে, মোহাম্মদ (মাহমুদ) করিমি ইমাম হুসেইন (আ.) ও তাঁর শহীদ সাথীদের জন্য কবিতা ও নওহা পাঠ করেন এবং মার্সিয়া পরিবেশন করেন। 4292760#