IQNA

ইরানবিরোধী পদক্ষেপে অস্ট্রেলিয়াকে জায়নিস্ট শাসনের সমর্থন

20:55 - August 26, 2025
সংবাদ: 3477952
ইকনা- অস্ট্রেলিয়ায় জায়নিস্ট শাসনের দূতাবাস দ্রুতই অস্ট্রেলিয়ান সরকারের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে ঘোষণা করেছে: “এটি এমন এক পদক্ষেপ, যা আমরা বহুদিন ধরে দাবি করে আসছিলাম।”
ইকনা–এর প্রতিবেদনে রাশাতুডে–এর বরাতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ–এর বক্তব্যের পর এ বিবৃতি প্রকাশ করা হয়। আলবানিজ বলেছিলেন, ক্যানবেরা এমন একটি আইন পাস করবে যার মাধ্যমে আইআরজিসি-কে “সন্ত্রাসী সংগঠন”–এর তালিকাভুক্ত করা হবে। এর পরপরই অস্ট্রেলিয়ায় জায়নিস্ট শাসনের দূতাবাস এ পদক্ষেপকে স্বাগত জানায়।
রাশাতুডে জানায়, বিবৃতিতে দাবি করা হয়েছে: “এটি এমন একটি পদক্ষেপ, যা আমরা সমর্থন করি। ইরানি শাসন কেবল ইহুদি ও ইসরাইলের জন্য হুমকি নয়, বরং গোটা বিশ্ব, যার মধ্যে অস্ট্রেলিয়াও রয়েছে, তাকে বিপদের মুখে ফেলে। এই পদক্ষেপ ছিল একটি দৃঢ় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
অস্ট্রেলিয়া মঙ্গলবার, ২৬ আগস্ট (৪ شهریور) ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ নিয়ে এক বিবৃতিতে দাবি করে যে, তেহরানের ভূমিকা ছিল সিডনি ও মেলবোর্ন শহরে সংঘটিত দুটি “ইহুদিবিদ্বেষী” হামলায়। এই অজুহাতে তারা ইরানের রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কার করে এবং তেহরানে অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিত ঘোষণা করে।
অস্ট্রেলিয়া ভিত্তিহীন অজুহাতে ও বৈরিতামূলক আচরণে এ পদক্ষেপ নিয়ে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। 4301785#
 
captcha